আকুপাংচার কোর্সে ভর্তি

985
0
Acupuncher_Course

ডঃ বি কে বসু মেমোরিয়াল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অব আকুপাংচারে ১৬ সপ্তাহের আকুপাংচার কোর্সে ভর্তির দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর: BKBM/18/66.

যোগ্যতা: এমবিবিএস, বিএইচএমএস, বিএএমএস।

ট্রেনিংয়ের স্থান: তিনটি ইনস্টিটিউটে ট্রেনিং হবে সেগুলি হল: ১) শম্ভু নাথ পণ্ডিত হাসপাতাল ২) এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ৩) ডঃ বি কে বসু আকুপাংচার ক্লিনিক। শিক্ষার্থীদের ঘুরিয়ে-ফিরিয়ে সব কটি ইনস্টিটিউটেই যেতে হবে। কোর্স শুরু হবে ৯ জুলাই ২০১৮ থেকে।

কোর্স ফি: ২৫০০ টাকা।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের স্ব-প্রত্যয়িত ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদি ৩০ জুন ২০১৮ তারিখের মধ্যে পৌঁছতে হবে The Director, Dr. B.K. Basu Memorial Research & Training Institute of Acupuncture, 188/87 Prince Anwar Shah Road, Kolkata-700045 ঠিকানায়। কোনো জিজ্ঞাসা থাকলে ফোন করতে পারেন ০৩৩ ২৪১৭৯২৮১ নম্বরে এবং মেল করতে পারেন bkbmacu@yahoo.com ইমেল আইডিতে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।