ইউপিএসসির ফরেস্ট সার্ভিস ২০১৯ প্রিলিমিনারির ফল বেরোল

815
0
Folafal Final New

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯ সালের ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষার ফল বেরিয়েছে। পরীক্ষা হয়েছিল গত ২ জুন। সফল প্রার্থীদের এবার মূল পর্বের (মেইন) পরীক্ষায় বসার জন্য ‘ডিটেইলড অ্যাপ্লিকেশন ফর্ম’ (DAF-I for IFoS) পূরণ করতে হবে অনলাইনেই। ইউপিএসসির ওয়েবসাইটে (https://upsconline.nic.in) সেই ফর্ম পূরণের লিঙ্ক দেওয়া হবে আগামী ৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ফর্ম পূরণের পদ্ধতিও তাতে জানানো হবে। এই পরীক্ষায় পাওয়া নম্বর, কাট-অফ মার্কস ও আন্সার-কি আপলোড করা হবে মূল পর্বের ফলাফল প্রকাশের পর। মূল পর্বের পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। পরীক্ষার সময়সূচি ও ই-অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে আপলোড করা হবে পরীক্ষার ৩-৪ সপ্তাহ আগে।

প্রিলিমিনারির সফল প্রার্থীদের রোলনম্বরের তালিকা দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: https://static-nic.akamaized.net/civilservices/WR-IFSP-2019-Eng.pdf

কোনো রকম জিজ্ঞাস্য থাকলে কাজের দিনগুলিতে বেলা ১০টা থেক বিকেল ৫টার মধ্যে ফোন করতে পারেন এই নম্বর গুলির কোনোটিতে: 011-23385271, 011-23098543, 011-23381125.