কারেন্ট অ্যাফেয়ার্স ১ জানুয়ারি ২০২০

552
0

আন্তর্জাতিক

  • বছরের প্রথম দিনেই রণহুঙ্কার ছাড়লেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। তিনি বলেছেন, ‘কোরীয় উপদ্বীপে কোনও পরমাণু নিরস্ত্রীকরণ করা হবে না।‘ এর আগের সন্ধ্যায় সেন্ট্রাল কমিটি অব দ্য ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার সপ্তম বৈঠকে তিনি ঘোষণা করেছিলেন, ‘মার্কিন সরকার শত্রুমনোভাবাপন্ন অবস্থা না বদলালে পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়ে যাওয়া হবে।’
  • অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে দাবানলে খাক হয়ে গেল বিস্তীর্ণ এলাকা। সেখানে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। লেক কনজোলা, ভিক্টোরিয়ার শতাধিক অঞ্চলে দাবানল ঘটেছে বলে জানা গেছে।
  • সুইজারল্যান্ডের নতুন রাষ্ট্রপতি হলেন সোশ্যালিস্ট পার্টির নেত্রী সিমোনেত্তা সোমারউগা।

 

জাতীয়

  • গগনযান প্রকল্পের জন্য ভারতীয় বায়ুসেনার ৪ জন আধিকারিককে বেছে নেওয়ার সংবাদ জানাল ইসরো। ইসরোর চেয়ারম্যান কে সিভান জানিয়েছেন তাঁদের রাশিয়ায় প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২০ সালে চন্দ্রযান-৩ পাঠানো হবে বলেও জানালেন তিনি।
  • ২০১৯ সালে লোকসভা ও রাজ্যসভায় ১০০ শতাংশ কাজ হয়েছে। সংসদ ভবন থেকে এই তথ্য প্রকাশ করা হল। রাজ্যসভায় ৬৫ দিনে ৫২টি বিল পাশ হয়েছে (দিন প্রতি ০.৮০ শতাংশ বিল)। লোকসভার প্রথম দুটি অধিবেশনে পাশ হয়েছে ৫০টি বিল।

 

বিবিধ

  • পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে দেখা পাওয়া গেল শিকারি পরিযায়ী পাখি মন্টেগু হেরিয়ারের। পশ্চিমবঙ্গে সর্বশেষ ১৮০ বছর আগে এই প্রজাতির পাখি আসার কথা জানা যায়। বাজপাখি গোত্রের এই পাখির নাম ব্রিটিশ প্রকৃতিবিদ জর্জ মন্টেগুর নামে। এর বিজ্ঞানসম্মত নাম সার্কাস পায়গারগাস। অন্যদিকে গত ১৮ ডিসেম্বর উত্তরবঙ্গে ন্যাওড়া ভ্যালি অরণ্যে পুনরায় রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া গেছে বলে এদিন ট্যাপ ক্যামেরায় পাওয়া ছবি প্রকাশ করল বন দপ্তর।
  • ডিসেম্বর মাসে দেশে জিএসটি বাবদ ১.০৩ লক্ষ কোটি টাকা সংগ্রহ হয়েছে বলে জানানো হল।

 

খেলা

  • এম্পায়ার্স কাপ চ্যাম্পিয়ন হল ভিসেল কোবে। ট্রফি জিতেই ফুটবলকে বিদায় জানালেন দাভিদ ভিয়া।
  • বয়স নিয়ে কারচুপির অভিযোগে রঞ্জি ট্রফি থেকে ১ বছরের জন্য মনজ্যোৎ কালরাকে নির্বাসিত করল দিল্লি ক্রিকেট সংস্থা। গত বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে শতরান করে দেশকে জিতিয়েছিলেন তিনি।
  • ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথেউসের। ভারত সফরে টি২০ দলে তাঁর নাম রয়েছে। এদিন ঘোষিত হল নামের তালিকা। অধিনায়ক লাসিথ মালিঙ্গা।
  • ইএসপিএন ক্রিকইনফো সংস্থার বিচারে গত এক দশকে বিশ্বে একদিনের এবং টি২০ ক্রিকেটের শ্রেষ্ঠ অধিনায়ক নির্বাচিত হলেন এমএস ধোনি। টেস্ট দলের শ্রেষ্ঠ অধিনায়ক নির্বাচিত হলেন বিরাট কোহলি।