কারেন্ট অ্যাফেয়ার্স ২১ আগস্ট ২০২০

870
0
Current Affairs 2nd November

আন্তর্জাতিক

  • মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অন্তত ৫ লক্ষ একর বনাঞ্চলে আগুণ ছড়িয়ে পড়ল। অন্তত ৪৮০টি বাড়ি ভস্মীভূত হয়েছে। প্রতি ঘণ্টায় ৭০০ থেকে ১০০০ একর পর্যন্ত এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। দমকলের হেলিকপ্টারের একজন পাইলট, একজন কর্মী সহ ৫ জনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে ৭২ ঘণ্টায় ১১ হাজার বজ্রপাতের জেরে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
  • কোভিড ১৯ ভাইরাসে গোটা বিশ্বে প্রাণহানির সংখ্যা ৮ লক্ষ অতিক্রম করল (৮০০০৪৩)। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকোয় যথাক্রমে ১ লক্ষ ৭৭ হাজার জন, ১ লক্ষ ১৩ হাজার ও ৫৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। লাতিন আমেরিকায় করোনা সংক্রমণে মোট প্রাণহানির সংখ্যা আড়াই লক্ষ অতিক্রম করেছে। এদিকে টানা ১৩দিন নতুন কোন আক্রান্তের খোঁজ না মেলায় মাস্ক পরার নির্দেশ প্রত্যাহার করল চিনের প্রশাসন।

 

জাতীয়

  • দেশে করোনা ভাইরাস সংক্রমণ পর্বে কোনও নির্বাচন হয়নি। এবার বিহারে বিধানসভা নির্বাচন নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। প্রার্থীদের অনলাইনে মনোনয়ন পেশ, ভোটকর্মীদের পিপিই দেওয়া, প্রতি ভোটদাতাকে গ্লাভস দেওয়া, প্রতি ভোটদাতার থার্মাল স্ক্রিনিং ও বুথটি একদিন আগে স্যানিটাইজড করার কথা বলা হয়েছে।
  • তেলেঙ্গানার শ্রীশৈলস জলবিদ্যুত্‌ কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৫ জন ইঞ্জিনিয়ার সহ ৯ জনের মৃত্যু হল। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সীমান্তে এই জলবিদ্যুত্‌ কেন্দ্রটির ভূগর্ভস্থ ১ নম্বর ইউনিটে আগুন লাগে।
  • গত ২৪ ঘণ্টায় দেশে ৬২২৮২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মোট সংক্রমণের সংখ্যা ২৯০৫৮২৩। সাড়ে ২১ লক্ষ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। মোট প্রাণহানির সংখ্যা ৫৪৮৪৯। সুস্থতার হার ৭৪.৩০ শতাংশ, মৃত্যুহার ১.৮৯ শতাংশ।

 

 

বিবিধ

  • গত ১ বছরে গ্রিনল্যান্ডে ৫৩২০০ কোটি টন বরফ গলে গিয়েছে। ‘কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’ পত্রিকায় এই দাবি করলেন গবেষকরা। এর ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধির আশঙ্কা করছেন তাঁরা।
  • নাকের পাটা থেকে লালারস সংগ্রহের পরিবর্তে ভবিষ্যতে গার্গলের জল দিয়ে করোনা ভাইরাস সংক্রমণের পরীক্ষা করা হবে। এই নতুন ব্যবস্থার উদ্ভাবন করলেন দিল্লির এইমস ও ফরিদাবাদের ভ্যাকসিন গবেষণা কেন্দ্রের গবেষকরা।

 

খেলা

  • সাউদাম্পটনে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩৩২ রান তুলল ইংল্যান্ড। জীবনের প্রথম টেস্ট শতরান (২৬৯ বলে অপরাজিত ১৭১ রান) করলেন জ্যাক ক্রলি। এটি তাঁর সপ্তম টেস্ট।
  • ২০২০ সালের দ্রোনাচার্য পুরস্কার পাচ্ছেন ভারতীয় টিনিসের কিংবদন্তী নরেশ কুমার। তিনি উইম্বলডনের চতুর্থ রাউন্ড পর্যন্ত উঠেছিলেন। মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা, তিরন্দাজ অতুন দাস পাচ্ছেন অর্জুন পুরস্কার।

 

 

লাইভ টিভি দেখুন:  https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল