কারেন্ট অ্যাফেয়ার্স ২২ আগস্ট ২০২০

763
0
nurse recruitment

আন্তর্জাতিক

  • ফিনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সকে (এফএটিএফ) পাকিস্তান ৮৮টি নাম পাঠিয়ে জানিয়েছে এইসব ব্যক্তি অথবা সংগঠনের বিরুদ্ধে তারা আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছে। ইসলামাবাদ থেকে প্রকাশিত একটি সংবাদপত্র ইমরান সরকারের এই সিদ্ধান্ত জানিয়েছে। চাঞ্চল্যকর বিষয় হল সেখানে রয়েছে দাউদ ইব্রাহিমের নাম। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ সহ ভারতে একাধিক জঙ্গি হামলায় অভিযুক্ত দাউদ যে পাকিস্তানে রয়েছে. তথ্য প্রমাণ মায় নির্দিষ্ট ঠিকানা সহ গত ২৫ বছর ধরে তা বলে আসছে ভারত। প্রতিবারই তা খারিজ করেছিল পাকিস্তান। এখন এএফটিএফ-এর চাপে মূলত বিদেশি অনুদান বন্ধের আশঙ্কায় তারা তা স্বীকার করল। করাচিতে ক্লিফটনে হোয়াইট হাউসে, করাচির ডিফেন্স হাউজিং অথরিটির ৩০ নম্বর রাস্তার ৩৭ নম্বর গৃহ এবং নুরবাদের পার্বত্য অঞ্চলে প্যানাশিয়ান বাংলোর মালিক যে দাউদ, তা স্বীকর করা হল এতদিন পর। দাউদ ছাড়াও জামাত উদ দাওয়া প্রধান হাফিজি সইদ, জইশ ই মহম্মদ প্রধান মাসুদ আজহারের ওপরও আর্থিক নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে।
  • রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই ন্যাভালনিকে চিকিৎসার জন্য বার্লিন নিয়ে যাওয়া হল। বিমান বন্দরে চা পানের পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ৪৪ বছরের ন্যাভালনি কোমায় চলে গিয়েছেন। রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক তিনি।
  • বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৮,০৬,০১২। সংক্রমিত হয়েছেন ২,৩২,৭৬,৮৪৭ জন।

 

 

বিবিধ

  • লন্ডনের ইস্ট ব্রিস্টল হাউজে মহাত্মা গান্ধীর একদা ব্যবহৃত চশমা বিক্রি হল ২ লক্ষ ৬০ হাজার পাউন্ড মূল্যে। এক ব্যক্তি খামে ভরে চশমাটি নিলাম কেন্দ্রে পাঠিয়েছিলেন। লিখেছিলেন কাজে না লাগলে ফেলে দিতে। তাঁর কাকাকে ১৯১০-১৯৩০-এর কোনো এক সময়ে ওই চশমাটি দিয়েছিলেন গান্ধীজি স্বয়ং। গন্ধীজির মতো তাঁর কাকাও তখন কর্মসূত্রে কার্যত দক্ষিণ আফ্রিকায় থাকতেন।

 

 

জাতীয়

  • বাবরি মসজিদ ধ্বংসের মামলায় বিশেষ সিবিআই আদালতকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট। সপ্তদশ শতকে তৈরি মসজিদ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভাঙা হয়েছিল। সেই মামলার অগ্রগতি থমকে থাকায় ২০১৭ সালের এপ্রিলে সর্বোচ্চ আদালত ২ বছরের মধ্যে বিচার সম্পূর্ণ করতে বলেছিল। পরে সময় বাড়িয়ে করা হয় ৩১ অগস্ট। এবার তা আরও একমাস বাড়ানো হল।
  • দেশে একদিনে রেকর্ড ১০,২৩,৮৩৬টি করোনা পরীক্ষা হল। এখনও পর্যন্ত পরীক্ষা হয়েছে সাড়ে তিন কোটি। এই প্রথম একদিনে ১০ লক্ষ পরীক্ষা হল। দেশে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা ২৯,৭৫,৭০১। মোট প্রাণহানির সংখ্যা ৫৫,৯৭৪।
  • দেশে অভিন্ন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি সংস্থাগুলিকেও প্রার্থী বাছাইয়ের সুবিধা দেওয়া হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

 

 

খেলা

  • জীবনের অষ্টম টেস্টে প্রথম শতরানকেই দ্বিশতরানে পরিণত করলেন জ্যাক ক্রলি। এদিন সাউদাম্পটনে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টে তাঁর সংগ্রহ ২৬৭ রান। শতরান করলেন বাটলারও (১৫২)। ইংল্যান্ডের সংগ্রহ আট উইকেটে ৫৮৩ (ডিক্লেয়ার)। জবাবে পাকিস্তান তিন উইকেট হারিয়ে করল ২৪ রান।
  • ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হল সেভিয়া। ফাইনালে তারা ৩-২ গোলে হারাল ইন্টার মিলানকে। স্পেনের দল সেভিয়া এই নিয়ে ৬ বার ফাইনালে উঠে ৬ বারই ইউরোপা লিগ জিতল। গতবারের পর এবও তারা চ্যাম্পিয়ন হল।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল