কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ মার্চ ২০২০

548
0
Clerical Assistant Recruitment

আন্তর্জাতিক

  • বিশ্ব জুড়ে কোভিড ১৯ এর প্রকোপে ৩৩৫১৮ জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্ত হয়েছেন ৭০৪৪০১ জন৷ ইতালিতে ১০ হজার জনেরও বেশি প্রাণ হারিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণে৷ সেখানকার সিসিলিতে সুপারমার্কেট লুঠপাটের ঘটনা ঘটল৷ স্পেনের মৃতের সংখ্যা সাড়ে ৬ হাজারের বেশি৷ সেখানকার রাজকুমারী মারিয়া টেরেসার মৃত্যু হল, তার বয়স হয়েছিল ৮৬ বছর৷ স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপের তুতো বোন মারিয়া পরিচিত ছিলেন “রেড প্রিন্সেস” নামে৷ অধ্যাপনা করেছেন প্যারিস, মাদ্রিদের একাধিক বিশ্ববিদ্যালয়ে৷ জার্মানির হেসে প্রদেশের অর্থমন্ত্রী টমাস শেফার আত্মঘাতী হয়েছেন৷ অর্থনৈতিক পরিস্থিতিতে করোনার প্রভাব নিয়ে তনি গভীর অববষাদে চলে গিয়েছিলেন করোনার প্রভাব নিয়ে তনি গভীর অবষাদে চলে গিয়েছিলেন বলে জানা গেছে৷ ব্রিটেনে ১০৮ বছর বয়সী হিলদা চার্চিল প্রাণ হারালেন করোনায়৷ ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু থেকে তিনি বেঁচে গেলেও তাঁর বোনের মৃত্যু হয়েছিল৷ এই সংক্রমণে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কাতার থেকে৷ এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে৷ প্রায় ১ লক্ষ ২৫ হাজার জন৷

 

জাতীয়

  • দেশে কোভিড ১১৯ বা করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০২৪৷ মৃত্যু হয়েছে ২৫ জনের৷ মহারাষ্ট্রে ৬ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ১৮৬ জন৷ কেরলে আক্রান্ত হয়েছেন ১৮২ জন৷ পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২১ জন৷
  • দেশের রাজধানী অঞ্চল থেকে হাজার হাজার জনতা শাট ডাউন পরিস্থিতিতে পায়ে হেঁচে বাড়ি ফেরার চেষ্টা করছেন৷ বেসরকারি সূত্রে দাবি করা হয়েছে, এভাবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে৷

 

বিবিধ

  • অপরিষোধিত খনিজ বেল ব্রেন্ট ক্রড-এর দাম কমে হল ২৪.৪১ ডলার যা ১৭ বছরে সর্বনিম্ন৷ তবে দেশের বাজারে পেট্রোপণ্যের দাম গত ১৪ দিন ধরে অপরিবর্তিত রয়েছে৷
  • দেশজুড়ে লক ডাউন চললেও ১ এপ্রিল থেকে দেশের সব ব্যাঙ্কের সব শাখা অর্ধদিবস খোলা রাখা হবে বলে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার৷

 

খেলা

  • ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অলিম্পিক আয়োজনের জন্য আন্তর্জাাতিক অলিম্পিক সংস্থার কাছে প্রস্তাব পেশ করল জাপান৷
  • ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জয়ী ভারতীয় দলের সদস্য যোগিন্দর শর্মাকে “রিয়াল লাইফ হিরো” বলে উল্লেখ করল আইসিসি৷ পুলিশের উর্দি গায়ে করোনার বিরুদ্ধে তাঁর লড়াইকেই স্বীকৃতি জানাল আইসিসি৷
  • করোনা সংক্রমণে লন্ডনে প্রয়াত হলেন পাকিস্তানের কিংবদন্তী স্কোয়াশ তারকা আজম খান৷