কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ মার্চ ২০২০

385
0

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে কোভিড-১৯ সংক্রমণের দাপট অব্যাহত৷ এরই মধ্যে ৩৬,৯৩৯ জন প্রাণ হারিয়েছেন এর জেরে৷ আক্রান্তের সংখ্যাও বেড়ে হল ৭,৭০,২৯৩৷ ইতালিতে করোনা ভাইরাসে প্রাণহানি হয়েছে ১১ হাজারেরও বেশি মানুষের৷ তাঁদের মধ্যে ৬১ জন চিকিৎসক৷ স্পেনে প্রাণহানি হয়েছে ৭৩৪০ জনের৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংক্রমণে মৃত্যু হয়েছে ২,৮৭১ জনের৷ আক্রান্তের সংখ্যা ১৫৬ হাজার৷ পাকিস্তানে ১,৭০০ জন আক্রান্ত হলেও লক ডাউনের প্রস্তাব উড়িয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের সঙ্গে অ্যাজিফ্রোমাইসিন প্রয়োগে ভালো ফল পাওয়া গেছে করোনা নিরাময়ে৷ হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধটিকে তিনি “গেমচেঞ্জার” বলে অভিহিত করলেন৷ সংক্রমণের প্রথম দিকে উদাসীন ছিল ব্রিটিশ প্রশাসন৷ এখন তারা ৬ মাস লকডাউনের পথে হাঁটতে পারে বলে জানালেন সেখানকার ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার জেনি হ্যারিস৷

জাতীয়

  • দেশে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ২২৭ জন৷ এপর্যন্ত আক্রান্তের সংখ্যা হল ১,২৫১৷ সব থেকে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে৷ দেশে এই ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৮ জনের৷৷ এদিন দেশে ১১ জন ও পশ্চিমবঙ্গে ২ জনের মৃত্যু হল৷ হাওড়ায় প্রৌঢ় ও উত্তরবঙ্গে এক মহিলার মৃত্যুর কারণ করোনা ভাইরাস সংক্রমণ৷

বিবিধ

  • পুনরায় ধস নামার সাক্ষী থাকল শেয়ারবাজার৷ শেয়ার সূচক সেনসেক্স ও নিফটি যথাক্রমে ১৩৭৫ ও ৩৭৯ পয়েন্ট হ্রাস পেল৷ টাকার দাম আরও কমে হল ৭৫.৫৯ টাকা প্রতি ডলার৷
  • নতুন অর্থবর্ষে ইউনাইটেড ব্যাঙ্ক এবং ওরিয়েন্টান ব্যাঙ্কের সংযুক্তীকরণ হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে৷ এদিন তাদের নতুন লোগো প্রকাশিত হল৷

খেলা

  • জাপানের প্রস্তাব মেনে ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অলিম্পিক আয়োজনের সিদ্ধান্তই চূড়ান্ত করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি৷ প্যারা অলিম্পিক হবে ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত৷ কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ জানালেন, বছর বদলে গেলেও প্রতিযোগিতার নামকরণ হবে “টোকিও অলিম্পিক ২০২০”৷ ওই সময়ে কমনওয়েলথ গেমস আয়োজনের কথা ছিল যা পরিবর্তন করা হবে বলে আশা প্রকাশ করেছেন বাখ৷