কারেন্ট অ্যাফেয়ার্স ৩১ মার্চ ২০২০

487
0
Current Affairs 25th November

আন্তর্জাতিক

  • বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণে ৪১,২৩৭ জন এখনওপর্যন্ত প্রাণ হারিয়েছেন৷ আক্রান্ত হয়েছেন ৮,৩৬,৮৯৪ জন৷ ১৭৪৫০২ জন আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন৷ ইতালিতে এই সংক্রমণে মৃতের সংখ্যা ১১,৫৯১৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একসঙ্গে এত মৃত্যুর ঘটনা ঘটেনি সেখানে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩ হাজার পেরিয়ে গেল৷
  •  কোভিড-১৯-এর টিকা বানানোর দাবি করল জনসন অ্যান্ড জনসন৷ যদিও ওষুধ প্রস্তুতকারক সংস্থা নয় তাও এই টিকা বানানোর গবেষণায় এগিয়ে এসেছিল তারা৷ আগামী বছরের গোড়ার দিকে টিকা প্রস্তুত হয়ে যাবে বলে জানালেন সংস্থার সিইও অ্যালেক মগোরস্কি৷

জাতীয়

  • পশ্চিমবঙ্গে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জনের মৃত্যু হল৷ কলকাতায় একজন ও হাওড়ায় দুজন এই সংক্রমণে প্রাণ হারালেন৷ রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫৷ মোট আক্রান্তের সংখ্যা হল ৩২৷ দেশে সংক্রমণের সংখ্যা বেড়ে হল ১৪১৮৷ এ পর্যন্ত ভারতে ৪৭ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯৷ এরইমধ্যে আতঙ্ক বাড়াল দিল্লির পশ্চিম নিজামুদ্দিনে মার্চ মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়া তবলিগ-ই-জামাতের একটি ধর্মীয় সম্মেলন৷ ১৬টি দেশের ২১৩৭ জন ব্যক্তি সম্মেলনে যোগ দিয়েছিলেন৷ তাঁদের থেকে বহু ব্যক্তির মধ্যে সংক্রমণ ছড়িয়েছে বলে জানা গেল৷ সম্মেলনে অংশ নেওয়া ১০ ব্যক্তির করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ইতিমধ্যেই৷ শুধু দিল্লিতেই ওই সম্মেললনে যাওয়া ৪৪১ জনের মধ্যে করোনার উপসর্গ ও ১২০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ছে৷
  • ১ ফেব্রুয়ারি বা তার পর যেসব ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, পারমিট প্রভৃতির মেয়াদ ফুরিয়েছে তাদের বৈধতা ৩ মাস করে বাড়ানোর কথা জানাল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক৷

বিবিধ

  • স্বল্পসঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার৷ পিপিএফ-এ ৭.৯ থেকে কমে হল ৭.১ শতাংশ, এমআইএস-এ ৭.৬ থেকে হল ৬.৬ শতাংশ, সুকন্যাসমৃদ্ধিতে ৮.৪ থেকে কমে হল ৭.৬ শতাংশ, এনএসসি-তে ৭.৯ থেকে ৬.৮ শতাংশ৷ নতুন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে তা কার্যকর হবে বলে জানানো হল৷
  •  দাম কমল ভুর্তকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের৷ কলকাতায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমে হল ৭৭৪.৫০ টাকা৷
  • ২০১৯-২০ অর্থবর্ষে সেনসেক্স ৯২০৪.৪২ পয়েন্ট এবং নিফটি ৩০২৬.১৫ পয়েন্ট হ্রাস পেয়েছে, লগ্নিকারীদের ক্ষতি হয়েছে ৩৭.৫৯ লক্ষ কোটি টাকার৷

খেলা

  • করোনা ভাইরাস সংক্রমণে প্রাণ হারালেন ল্যাঙ্কাশায়ারের চেয়ারম্যান ডেভিড হগকিম৷ গত ২২ বছর ধরে তিনি এই কাউন্টি ক্রিকেট ক্লাবটির চেয়ারম্যান ছিলেন৷
  • এ এসসি-র “ব্রেক দ্য চেন” প্রচারে অংশ নিলেন ভারতের মহিলা ফুটবলার বালাদেবী৷ এর আগে সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া এই প্রচারে অংশ নিয়েছিলেন৷