কারেন্ট অ্যাফেয়ার্স ৩ জুলাই, ২০১৯

836
0
Current Affairs 3 July 2019

আন্তর্জাতিক

  • শরণার্থী শিবিরে নৃশংস বিমান হামলা চলল লিবিয়ায়। রাজধানী ত্রিপোলিতে এই হামলায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৩০ জন। লিবিয়ার প্রাক্তন সেনাপ্রধান খলিফা হাফতারের সংগঠন ‘লিপবয়া ন্যাশনাল আর্মি’ এই হামলা চালিয়েছে বলে রাষ্ট্রসঙ্ঘ সূত্রে দাবি করা হয়েছে। রাষ্ট্রসঙ্ঘ সমর্থিত লিবিয়ার জাতীয় ঐকমত্যের সরকারের সঙ্গে হাফতারের বিরোধ সুবিদিত। কিন্তু তারা কেন শরণার্থী শিবিরে বিমান হামলা চালাল তা স্পষ্ট নয়। আফ্রিকা থেকে আসা শরণার্থীরাই ছিলেন সেখানে।
  • ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন দাভিদ মারিয়া সাসোনি (৬৩)। তিনি ইতালির প্রাক্তন সাংবাদিক। ইউরোপীয় ইউনিয়নের প্রধান পদের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উসুলা ফন ডা লায়েন।

জাতীয়

  • বন্যা ও বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের অনেক এলাকা। রত্নগিরি জেলার তিওয়ারে ২০ লক্ষ ঘন মিটার জলধারণের ক্ষমতাসম্পন্ন একটি নদীবাঁধ ভেঙে মৃত্যু হল অন্তত ২৩ জনের। মালাড-এ দেওয়াল ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা হল ২৬।
  • মিজোরাম থেকে ২১৯ জন শরণার্থীকে মায়ানমারের রাখাইন প্রদেশে ফেরানো হল।
  • এতদিন সুপ্রিম কোর্টের রায় কোর্টের ওয়েবসাইটে কেবল ইংরেজি ভাষায় প্রকাশিত হত। চলতি মাসের শেষ দিক খেকে তা হিন্দি, তেলুগু, অসমিয়া, মারাঠি কন্নড়, ওড়িয়া এবং তামিল ভাষাতেও পাওয়া যাবে বলে জানানো হল।

বিবিধ

  • বসন্ত কুমার বিড়লা (৯৮) প্রয়াত হলেন। শিল্পপতি বি কে বিড়লা ছিলেন ঘনশ্যাম দাস বিড়লার ছোট ছেলে। তাঁর পুত্র আদিত্য বিক্রম (প্রয়াত) এবং নাতি কুমার মঙ্গলম বিড়লা। বি কে বিড়লা অতীতে কোশোরাম ইন্ডাস্ট্রিজ এবং সেঞ্চুরি টেক্সটাইলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান পদে বসেছিলেন। ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের উপদেষ্টা ছিলেন তিনি।
  • প্রয়াত হলেন ভারতীয় চিত্রশিল্পের এক স্বনামধন্য শিল্পী রবীন মণ্ডল।
  • মাইন্ড ট্রি সংস্থাটি অধিগ্রহণ সম্পূর্ণ করল লার্সেন অ্যান্ড টুব্রো। সংস্থার ৬০.০৬ শতাংশ এখন তাদের হাতে।

খেলা

  • অম্বাতি রায়ডু ক্রিকেট থেকে অবসর নিলেন। ৫৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহ ১৬৯৪ রান।
  • মহিলাদের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ২-১ গোলে চ্যাম্পিয়ন হল মার্কিন যুক্তরাষ্ট্র। তারা সেমিফাইনালে ২-১ গোলে হারাল ইংল্যান্ডকে।
  • কোপা আমেরিকার ফাইনালে উঠল ব্রাজিল। তারা সেমিফাইনালে ২-০ গোলে আর্জেন্টিনাকে হারাল। ২০০৫ সালের পর থেকে বড় কোনো প্রতিযোগিতায় ব্রাজিল আর্জেন্টিনার কাছে অপরাজিত। বেলো হরাইজোন্তে এদিন খেলা ছিল এস্তাদিও মিনেইরাওতে যেখানে ২০১৪ সালের ৮ জুলাই জার্মানির কাছে বিশ্বকাপ সেমিফাইনালে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল।
  • বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে নিজেদের স্থান আগেই পাকা করেছিল অস্ট্রেলিয়া ও ভারত। এদিন শেষ চারে যাওয়া নিশ্চিত করল ইংল্যান্ড। তারা ১১৯ রানে হারাল নিউজিল্যান্ডকে। প্রথমে ব্যাট করে তাদের সংগ্রহ ৩০৫ রান। ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর শতরান (১০৬) করে ম্যান অব দ্য ম্যাচ হলেন। পর-পর দুই ম্যাচে তিনি শতরান করলেন। ২৭ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড।
  • বাংলার এই প্রতিভাবান মহিলা বক্সার জ্যোতি প্রধান (২০) প্রয়াত হলেন। এদিন ভবানীপুর ক্লাবে অনুশীলনের সময়েই মৃত্যু ঘটে তাঁর।