কারেন্ট অ্যাফেয়ার্স ৮ সেপ্টেম্বর ২০২০

1194
0

আন্তর্জাতিক

  • করোনা প্রতিষেধক ‘স্পুটনিক ভি’-কে জনসাধারণের ওপর প্রয়োগের ছাড়পত্র দিল রাশিয়ার সরকার। এই ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল রিপোর্টের ফলও ভালো বলে জানিয়েছে তারা। এখন ১ বছর ধরে গণটীকাকরণ চলবে বলে রুশ স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। চিনও একসঙ্গে ৩টি প্রতিষেধক আনার ইঙ্গিত দিল। এই কাজে সাফল্যের জন্য ৪ জন চিকিৎসককে স্বর্ণপদকে ভূষিত করা হল বেজিংয়ের বাণিজ্য মেলায়। সেখানে চিনের রাষ্ট্রপতি জি শিংফিং দাবি করলেন, বিশ্বে একমাত্র চিনই করোনার দাপটকে রুখে দিয়েছে। এদিকে বিশ্বে ২,৭৬,৬৫,৭১৮ জন আক্রান্ত হয়েছেন কোভিডে। মোট প্রাণহানির সংখ্যা ৮,৯৯,৫৫৯। ইউরোপের বিভিন্ন দেশের স্কুলগুলি খুলে দেওয়া হল পড়ুয়াদের জন্য।
  • পাকিস্তান সফর বাতিল করলেন চিনের রাষ্ট্রপতি জি শিংফিং। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের চেয়ারম্যান পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সেলিম বাজওয়ার বিরুদ্ধে গুরুতর আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় এই পদক্ষেপ বলে অনুমান করা হচ্ছে।

 

জাতীয়

  • ৪৫ বছর পর ভারত-চিন সীমান্তে গুলি চলল। ২০১৭ সালে ডোকা লা উপত্যকায় ৭২ দিন সেনাদের মধ্যে সংঘাত চললেও গুলি চলেনি। এদিন লাদাখে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে লালফৌজ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করতে গেলে তাতে বাধা দেয় ভারতের সেনা। তখনই শূন্যে গুলি চালায় চিনা সেনা। এদিকে অরুণাচল প্রদেশে অপহৃত ৫ জন ভারতীয় চিনা সেনার হাতে রয়েছে বলে জানানো হল।
  • দেশে হত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণে ১,১৩৩ জনের প্রাণহানি হল। মোট মৃ্তের সংখ্যা বেড়ে হল ৭২,৮০৯। মোট আক্রান্ত হয়েছেন ৪২,৮০,৪২২ জন। আগামী ২১ সেপ্টেম্বর থেকে নবম থেকে দ্বাদশে ৫০ শতাংশ পড়ুয়ার উপস্থিতি নিয়ে স্কুল চালুর আচরণবিধি প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

 

বিবিধ

  • আগামী দিনে রাজ্যে ২৪,০০০ কনস্টেবল, ২,৪০০ ইনস্পেক্টর নিয়োগ করা হবে পুলিশে। প্রথম পুলিশ দিবসে এই সিদ্ধান্ত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • মাদক নিয়ে ব্যবসার অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এর আগে একই অভিযোগে তাঁর ভাই শৌভিককেও গ্রেপ্তার করা হয়েছে।
  • দুনিয়াজুড়ে পালিত হল বিশ্ব সাক্ষরতা দিবস। প্রসঙ্গত, ইউনেস্কো প্রদত্ত সময়সীমা অনুসারে ২০৩০ সালের মধ্যে ভারতের পূর্ণ সাক্ষর দেশ হয়ে ওঠার কথা।

 

খেলা

  • উয়েফা নেশনস লিগে ইতালি ১-০ গোলে হারাল নেদারল্যান্ডসকে। গত ১২ ম্যাচে এটি তাদের একাদশ জয়। মানচিনি ইতালির কোচ হওয়ার পর ২১ ম্যাচে তারা মাত্র ২টিতে হেরেছে। অন্য ম্যাচে পোল্যান্ড ২-১ গোলে হারাল বসনিয়াকে।
  • ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে গেল রোহন বোপান্না-ডেনিস শাপোভালভ জুটি।

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল