গ্রামীণ ডাকসেবক নিয়োগ: পশ্চিমবঙ্গের ফল বেরোল

3851
0
Gramin Dak Sevak, Postal Result, Gramin Dak sevak result

ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কলে দ্বিতীয় দফায় (সাইকল-২) ২০২১ জন গ্রামীণ ডাকসেবক নিয়োগের জন্য গত ১৮ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ, পরে বাড়িয়ে ২১ মার্চ পর্যন্ত যে অনলাইন আবেদন গ্রহণ করা হয়েছিল (RECTT/R-100/ONLINE/GDS/CYCLE-II/VOL-I DATED 18.02.2020) তার ফল বেরোল। ২০০০ জন নির্বাচিত প্রার্থীর তালিকা মেধা-অনুযায়ী প্রকাশিত হয়েছে, তাছাড়াও প্রমাণসাপেক্ষ বিভিন্ন কারণে ফলাফল ধরে রাখা আরও ২১ জনের তালিকা প্রকাশিত হল।

কাকে কোন ডিভিশনের হেড অফিস-সাব অফিস-ব্রাঞ্চ অফিসে কী পদে নিয়োগ দেওয়া হয়েছে, প্রার্থীর ক্যাটেগরি, সেখানকার শূন্যপদের সংখ্যা, তাঁর রেজিস্ট্রেশন নম্বর ও নাম পর-পর জানানো হয়েছে। দেখা যাবে এই লিঙ্কে: http://www.appost.in/gdsonline/Results/WestBengal-23_Results_CycleII.pdf

 

 

 

Gramin Dak Sevak, Postal Result, Gramin Dak sevak result