নদিয়া জেলা আদালতে স্টেনো ও এলডিসি নিয়োগ পরীক্ষার ফল

816
0
West Bengal HS Result 2023

নদিয়া জেলা জজের আদালতে Employment Notification No. 01 dated Krishnagar, the 18th April, 2019 অনুযায়ী ইংলিশ স্টেনোগ্রাফার ও গ্রুপ-‘সি’ (লোয়ার ডিভিশন ক্লার্ক) নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছিল তার ফল বেরোল। ৪টি তালিকা প্রকাশ করা হয়েছে (দুই পদের জন্যই একটি করে নির্বাচিতদের (তালিকা ১ ও ৩), একটি করে ওয়েটলিস্টের (তালিকা ২ ও ৪) প্রার্থীদের)। নির্বাচিত প্রার্থীদের (তালিকা ১ ও ৩) পুলিশ ভেরিফিকেশন ফর্ম জোগাড় করতে হবে আগামী ১ অক্টোবর সকাল ১০টায়, জেলা জজের আদালতে উপস্থিত হয়ে। ডাক্তারি পরীক্ষার তারিখও ওইদিনই জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত ও ওয়েটলিস্টের প্রার্থীদের তালিকা সহ এই বিজ্ঞপ্তি (Employment Notification No. 17 dated Krishnagar, the 14 th day of September, 2020) দেখা যাবে এই লিঙ্কে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/3110

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল