ইউপিএসসির কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস ও ইন্ডিয়ান ইকোনমিক/স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষার সূচি

734
0
SSC CHSL Exam Date

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২০-র কম্বাইন্ড মেডিক্যাল এগজামিনেশন হবে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার। দুই পেপারের পরীক্ষা। পেপার-ওয়ান (কোড নং ১) সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটায়। জেনারেল মেডিসিন অ্যান্ড পেডিয়্যাট্রিক্স বিষয়ে। পেপার-টু (কোড নং ২) বেলা ২টো থেকে ৪টে। (এ) সার্জারি, (বি) গায়নেকোলজি অ্যান্ড অবস্ট্রেট্রিক্স ও (সি) প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন বিষয়ে। ইউপিএসসির এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/TT-CMSE-2020-Engl-180920.pdf

কমিশনের ২০২০-র ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস/ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের পঈক্ষা হবে আগামী ১৬, ১৭ ও ১৮ অক্টোবর, যথাক্রমে শুক্র, শনি ও রবিবার। প্রতিদিন দুই অর্ধে পরীক্ষা। ১৬ তারিখ সকাল ৯টা থেকে ১২টা জেনারেল ইংলিশ (ডেস্ক্রিপ্টিভ), বেলা ২টো-৫টা জেনারেল স্টাডিজ (ডেস্ক্রিপ্টিভ)। ১৭ তারিখ সকাল ৯টা-১২টা জেনারেল ইকোনমিক্স-১ (ডেস্ক্রিপ্টিভ), ৯টা-১১টা স্ট্যাটিস্টিক্স-১ (অবজেক্টিভ), ২টো-৫টা জেনারেল ইকোনমিক্স-২ (ডেস্ক্রিপ্টিভ), ২টো-৪টে স্ট্যাটিস্টিক্স-২ (অবজেক্টিভ)। ১৮ তারিখ সকাল ৯টা-১২টা জেনারেল ইকোনমিক্স-৩ (ডেস্ক্রিপ্টিভ), ৯টা-১২টা স্ট্যাটিস্টিক্স-৩ (ডেস্ক্রিপ্টিভ), ২টো-৫টা ইন্ডিয়ান ইকোনমিক্স (ডেস্ক্রিপ্টিভ), ২টো-৫টা স্ট্যাটিস্টিক্স-৪ (ডেস্ক্রিপ্টিভ)। এই পরীক্ষার সূচি দেখা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/TT-IES-ISS-2020-Engl-180920.pdf

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল