পিএসসির মোটর ভিকল ইনস্পেক্টর (নন-টেক) ফলপ্রকাশ

1114
0
Result, PSC Result, WB Police Result

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের পরিবহণ বিভাগে বিজ্ঞপ্তি নম্বর ২১/২০১৮ মোটর ভিকল ইনস্পেক্টর (নন-টেক) পদে নিয়োগের চূড়ান্ত সফল প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে।

নিয়োগের জন্য সুপারিশ করা ৬৬ জনের তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৬টি পদ ওবিসি-এ, ৪টি ওবিসি-বি, ১৪টি এসসি, ৪টি এসটি, ১ মেরিটোরিয়াস স্পোর্টপার্সন, ১টি পিডব্লুডি প্রাথীদের জন্য সংরক্ষিত।

প্রার্থী তালিকা দেখার লিঙ্ক: https://www.pscwbonline.gov.in/docs/2726380