পূর্ব রেলে ২৭৯২ অ্যাপ্রেন্টিস পদের আবেদন ৬ মার্চ থেকে ৫ এপ্রিল

919
0
exam syllabus

পূর্ব রেলে ২৭৯২ অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য অনলাইনে আবেদনের তারিখ আবার বদলানো হয়েছে নতুন তারিখ মার্চ বেলা ১০টা থেকে এপ্রিল বিকেল সাড়েছটা পর্যন্ত এর আগেও বাড়িয়ে করা হয়েছিল ২১ ফেব্রুয়ার থেকে ২০ মার্চ পর্যন্ত, তারপর ৫ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত

৫ মার্চের এই দ্বিতীয় সংশোধনীটি (Notice No. RRC-ER/ Act Apprentices/2019-20(15) Dtd.: 05/03/2020) দেখা যাবে এই লিঙ্কে:

http://139.99.53.236:8080/rrcer/PDF_merged.pdf  

যাঁরা এখনও আবেদন করেননি তাঁরা দেখে নিতে পারেন মূল খবরের বিস্তারিত, আমাদের এই লিঙ্কে: https://jibikadishari.co.in/?p=14458