ভেলে ১৪৫ ইঞ্জিনিয়ার/ এগজিকিউটিভ ট্রেনি

1007
0
BHEL_Apprentrice Picture

ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেডে ১৪৫ জন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ সিভিল/ কেমিক্যাল) ও এগজিকিউটিভ ট্রেনি (এইচআর/ ফিনান্স) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০১/২০১৯।

শূন্যপদের বিন্যাস: মেকানিক্যাল: ৪০ (মেকানিক্যাল ১৭, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বলতর শ্রেণি ৪, ওবিসি ১০, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)। ইলেক্ট্রিক্যাল: ৩০ (অসংরক্ষিত ১৩, ইডব্লুএস ৩, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৩)। সিভিল: ২০ (অসংরক্ষিত ৯, ইডব্লুএস ২, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)। কেমিক্যাল: ১০ (অসংরক্ষিত ৪, ইডব্লুএস ১, ওবিসি ২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। এইচআর: ২০ (অসংরক্ষিত ৯, ইডব্লুএস ২, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)। ফিনান্স: ২৫ (অসংরক্ষিত ১০, ইডব্লুএস ২, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)।

বয়সসীমা (১ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে): ইঞ্জিনিয়ার ট্রেনি (মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ সিভিল/ কেমিক্যাল): বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর (১ এপ্রিল ১৯৯২-এর আগে জন্ম হলে আবেদন করতে পারবেন না)। ইঞ্জিনিয়ারিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ ম্যানেজমেন্টে দু বছরের পূর্ণ সময়ের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে বয়সের ঊর্ধ্বসীমা ২৯ বছর।

এগজিকিউটিভ ট্রেনি (এইচআর/ ফিনান্স): বয়সের ঊর্ধ্বসীমা ২৯ বছর (১ এপ্রিল ১৯৯০ সালের আগে জন্ম হলে আবেদন করতে পারবেন না)।

সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ইঞ্জিনিয়ার ট্রেনি (মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ সিভিল/ কেমিক্যাল): ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি অথবা পাঁচ বছরের ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি অথবা মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ সিভিল/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম।

এগজিকিউটিভ ট্রেনি (এইচআর): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পূর্ণ সময়ের নিয়মিত ব্যাচেলর ডিগ্রি সঙ্গে পার্সোনেল ম্যানেজমেন্ট বা লেবার ওয়েলফেয়ার বা এইচআরএমে স্পেশ্যালাইজেশন সহ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/ পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন/ সোশ্যাল ওয়ার্ক/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে দু বছরের পূর্ণ সময়ের নিয়মিত পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা (ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে)।

এগজিকিউটিভ ট্রেনি (ফিনান্স): পূর্ণ সময়ের নিয়মিত ব্যাচেলর ডিগ্রি সঙ্গে চার্টার্ড/ কস্ট অ্যান্ড ওয়াকর্স অ্যাকাউন্ট্যান্টের কোর্স পাশ।

সমতুল ডিসিপ্লিনগুলি হল: মেকানিক্যাল: ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড টুল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন টেকনোলজি ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং (এনআইএফএফটি রাঁচি), মেকাট্রনিক্স, ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড অটোমেশন, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, থার্মাল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, পাওয়ার ইঞ্জিনিয়ারিং।

ইলেক্ট্রিক্যাল: ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং, পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল মেশিন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড পাওয়ার, পাওয়ার ইলেক্ট্রনিক্স, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, এনার্জি ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং।

সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিং।

কেমিক্যাল: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং।

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট: পার্সোনেল ম্যানজেমেন্ট, সোশ্যাল ওয়ার্ক, এইচআরএম, পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড আইআর, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।

ফিনান্স: সিএ, আইসিডব্লুএ/ সিএমএ।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। সবশেষে ডাক্তারি পরীক্ষা।

পারিশ্রমিক: এক বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৫০০০০ টাকা ও ট্রেনিং শেষে মূল বেতন ৬০০০০-১৮০০০০ টাকা।

ফি: ৮০০ টাকা (আবেদনের ফি ৫০০ টাকা+ প্রসেসিং ফি ৩০০ টাকা), সঙ্গে জিএসটি। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না, জিএসটি সহ প্রসেসিং ফি দিতে হবে।

আবেদনের পদ্ধতি: http://careers.bhel.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন আবেদন করা যাবে ৬ মে ২০১৯ রাত ১১.৪৫ পর্যন্ত। আবেদনের ফি দেওয়া যাবে ৮ মে ২০১৯ সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরীক্ষা হবে ২৫ ও ২৬ মে ২০১৯।