মানিকতলা ও শিয়ালদহ ইএসআইয়ে নার্সিং ডিপ্লোমা ট্রেনিংয়ে ভর্তি

4895
0
GNM Course, Nursing Course, GNM Nursing Course

ওয়েস্ট বেঙ্গল ইএসআইতে জিএনএম কোর্সে ভর্তির জন্য আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মানিকতলা ইএসআই এবং শিয়ালদহ ইএসআইয়ে ৩ বছরের ২০১৯-২০২২ শিক্ষাবর্ষের  জিএনএম কোর্সের জন্য আবেদন গ্রহণ করা হবে। মানিকতলা ইএসআইতে ৫০টি এবং শিয়ালদা ইএসআইয়ে ২০টি আসন রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ। রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী ১৭ থেকে ২৭ বছর।

কোর্সের সময়সীমা: মোট ৩ বছরের কোর্স, সঙ্গে ৬ মাসের ইন্টার্নশিপ ।

আবেদন: আগামী ২৯ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত সংশ্লিট ইএসআই অফিস থেকে আবেদনপত্র দেওয়া হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথির কপি দিয়ে মুখ বন্ধ খামে জমা করতে হবে। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৪ আগস্ট। আবেদনপত্র সরাসরি ড্রপ বক্সে বা স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টে পাঠানো যেতে পারে।

ট্রেনিংকেন্দ্র অনুযায়ী আবেদনপত্র পাঠানোর ঠিকানা –

  • The Principal, Nurses Training Centre, E.S.I. Hospital Manicktala, 93 Barmari Road, Kolkata-700054
  • The Principal, Nursing Training School, E.S.I. Hospital Sealdah, Kolkata-700009

 

GNM Course, Nursing Course, GNM Nursing Course