রাজ্য স্বাস্থ্য দপ্তরে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের ইন্টারভিউ

573
0
Folafal Final Pic

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ওয়েস্ট বেঙ্গল সাব-অর্ডিনেট হেলথ সার্ভিসেস ক্যাডারে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) গ্রেড-থ্রি নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের (বিজ্ঞপ্তি নং R/MT/Phar./Physio./48/2/2018) ডকুমেন্ট ভেরিফিকেশন-কাম-ইন্টারভিউ হবে আগামী ২৫ মার্চ থেকে।

এজন্য কললেটার ডাউনলোড করে নিতে হবে, আগামী ১৬ মার্চ থেকে। তার প্রিন্ট-আউট ও প্রমাণপত্রাদি নিয়ে কললেটারে নির্দেশিত দিন ও সময়ে উপস্থিত হতে হবে, অন্য কোনো চিঠিপত্র দেওয়া হবে না।

ডাউনলোড করা যাবে www.wbhrb.in ওয়েবসাইট থেকে।

কোনো সমস্যা হলে কাজের দিনগুলিতে বেলা সাড়ে ১০টা থেকে ৫টার মধ্যে ফোন করতে পারেন এই ফেলিসিটেশন সেন্টার নম্বরে: 2357-0085.