রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ১২১৯৬ ক্লার্ক নিয়োগের প্রলিমিনারি পরীক্ষার কললেটার

708
0
Current Affairs 8th March

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার (CRP_CLERKS_IX) কললেটার ডাউনলোড করা যাচ্ছে। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। মূল বিজ্ঞপ্তিতেই বলা ছিল, এই প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে ৭, ৮, ১৪ ও ২১ ডিসেম্বর। নিজের রেজিস্ট্রেশন/রোল নম্বর ও পাসওয়ার্ড/জন্মতারিখ দিয়ে এবং তার নিচেই দেওয়া সুরক্ষা কোড (অক্ষর/সংখ্যা) টুকে সাবমিট করে কললেটার ডাউনলোড করতে পারবেন, ডাউনলোডের পদ্ধতিও বলে দেওয়া আছে ওই পেজেই আলাদা লিঙ্কে। কোনো সমস্যা হলে কী করবেন তাও আলাদা-আলাদা লিঙ্কে ক্লিক করে জানা যাবে।

এই সবই পাবেন এই ওয়েবপেজে: https://ibpsonline.ibps.in/crpclk9sep19/clopea_nov19/login.php?appid=12d3623aedcf5682381569d9daf75cc1

পরীক্ষা সংক্রান্ত প্রাসঙ্গিক পরামর্শ, নির্দেশ, সিলেবাস, পরীক্ষার ধরন-ধারণ, প্রশ্নোত্তরের নমুনা, ও অন্যান্য তথ্যাবলির পুস্তিকা পাবেন এই লিঙ্কে:

https://www.ibps.in/wp-content/uploads/CRP_CLERKS_IX_ENG_HO.pdf