স্টাফ সিলেকশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল: নিয়োগের মন্ত্রক/দপ্তর/অফিস নির্বাচন করবেন কীভাবে

586
0
SSC Stenographer Recruitment 2023

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষায় যাঁরা সফল হয়েছেন তাঁরা নিয়োগের মন্ত্রক/দপ্তর/অফিস নির্বাচন করবেন যে ফর্ম পছন্দের পরম্পরা অনুযায়ী যে কোড উল্লেখ করে পূরণ করে তার কোডের তালিকা সহ বয়ান প্রকাশিত হল। যেমন এলডিসি/জেএসএ/জেপিএ পদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের নার্কোটিক্স কন্ট্রোল বিভাগে প্রথম পছন্দ হলে টেবিলের ১ নং ঘরে লিখবেন এল৩৩, দ্বিতীয় পছন্দ রাজস্ব দপ্তরের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হলে ২ নং ঘরে লিখবেন এল১৬। এইরকম নির্দেশিত কোডগুলি উল্লেখ করে। ডকুমেন্ট ভেরিফিকেশন ও স্কিল টেস্টের দিন ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অনলাইনে এই ফর্ম পূরণ করে পছন্দ জানাতে হবে। এই নমুনা কপি দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/OptionformCHSL2018revised_06022020.pdf