হাওড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া, দক্ষিণ ২৪পরগনা ও মুর্শিদাবাদের ছয় স্কুলে চাকরি

1083
0
Teacher Recruitment

হাওড়ার স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএসসি (বায়ো) বিএড তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, শাঁকরাইল অভয় চরণ হাই স্কুল, শাঁকরাইল, হাওড়া, ৭১১৩১৩, ফোন নম্বরঃ (০৩৩) ২৬৭৯০৪০৫।

পশ্চিম মেদিনীপুরের স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাশ অসংরক্ষিত মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। বিএড থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Bhemua R T Girls’ High School (HS), Bhemua, Sabang, Paschim Medinipur, Pin-721155.

হুগলির স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত পিওর সায়েন্সে বিএসসি পাস অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। বিএড থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স সহ ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Chhotosarsa Jr High School, PO Chhotosarsa, Dist Hooghly, Pin-712147.

নদিয়ার স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস ওবিসি এ ট্রেনিংপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১১ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Head Master, Hanskhali Samabay Vidyapith, Hanskhali, Nadia, Pin-741505. মোবাইল নম্বর: ৯৪৭৪৬৭২০৫২।

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে তিনজন ট্রেনিংপ্রাপ্ত শিক্ষিকা নিয়োগ করা হবে। ১) বিএসসি পিওর সায়েন্স (পাস) অসংরক্ষিত। ২) বিএসসি পিওর সায়েন্স (পাস) ওবিসি বি। ৩) বিএসসি পিওর সায়েন্স (পাস) অসংরক্ষিত। বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: বহড়ু উচ্চ বালিকা বিদ্যালয় (উঃমাঃ), পোস্ট বহড়ু, থানা জয়নগর, জেলা দক্ষিণ ২৪ পরগনা, পিন-৭৪৩৩৭২।

মুর্শিদাবাদের স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে জিওগ্রাফি সহ বিএ পাস ওবিসি এ মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Administrator, Amtala Annadamani Balika Vidyalaya (HS), PO Amtala, Dist Murshidabad.