হিন্দুস্তান কপারে ২৯০ অ্যাপ্রেন্টিস

1075
0
Hindustan Copper Apprentice

হিন্দুস্তান কপার লিমিটেডে ২৯০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: HCL/KCC/HR/Trade Appt/2020.

শূন্যপদ: মেট (মাইনস): ৬০, ব্লাস্টার (মাইনস): ১০০, ডিজেল মেকানিক: ১০, ফিটার: ৩০, টার্নার: ৫, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ২৫, ইলেক্ট্রিশিয়ান: ৪০, ইলেক্ট্রনিক্স মেকনিক: ৬, ড্রাফটসম্যান (সিভিল): ২, ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ৫, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ২, সার্ভেয়র: ৫৷

যোগ্যতা: ১০+২ সিস্টেমে ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ৷ মেট ও ব্লাস্টার (মাইনস) বাদে সবকটি ট্রেডের ক্ষেত্রেই ম্যাট্রিকুলেশনের সঙ্গে এনসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১০ জুলাই ২০২০ তারিখের মধ্যে৷ উচ্চতর যোগ্যতা যেমন ডিপ্লোমা/ বিই বা সমতুল যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন না৷ ২০১৭ সালের আগে আইটিআই পাশ করে থাকলে নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এফিডেভিট জমা দিতে হবে৷

বয়সসীমা: ১০ জুলাই ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়য়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধা তালিকা ও মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: মেট (মাইনস) ট্রেডে ট্রেনিংয়ের সময়সীমা ৩ বছর৷ ব্লাস্টার ও ডিজেল মেকনিক ট্রেডে ২ বছর, বাকি ট্রেডগুলির ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর৷ সব ক্ষেত্রেই নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে৷

আবেদনের পদ্ধতি: www.apprenticeship.gov.in পোর্টালে গিয়ে আগে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে৷ এরপর www.hindustancopper.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে৷ সরাসরি https://www.hindustancopper.com/ITIApplication/Login/63 লিঙ্কে গিয়েও অনলাইন আবেদন করা যাবে, আগামী ২৫ জুলাই পর্যন্ত৷

https://www.hindustancopper.com/Upload/Notice/0-637299772482277500-NoticeFILE.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷

 

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল