কারেন্ট অ্যাফেয়ার্স ১১ আগস্ট ২০২৩

271
0
11th August Current Affairs

আন্তর্জাতিক
  • হাওয়াই প্রদেশের দাবানলকে ‘জাতীয় বিপর্যয়’ আখ্যা দিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রদেশের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে অন্তত ৫৫ জনের প্রাণহানি হয়েছে। শহরের ৮০ শতাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১৮০০ বাড়ি পুড়ে ছাই। প্রতিবছর কুড়ি লক্ষাধিক পর্যটক হাওয়াই ভ্রমণ করেন। দাবানলের সময় ১৪ হাজার পর্যটককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
  • চাঁদে একটি মহাকাশযান পাঠালো রাশিয়া। এর নাম লুনা-২৫। এটি আগামী ২১ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। মস্কো থেকে ৫৫৫০ কিলোমিটার পূর্বে ভস্কোটোকনি কসমোড্রোন অবতরণ কেন্দ্র থেকে সুরুজ ২.১ভি রকেটের সাহায্যে ১.৮ টন ওজনের মহাকাশযানটি পাঠানো হয়। অর্ধ শতাব্দী পরে পুনরায় চাঁদে অভিযান চালাচ্ছে রাশিয়া। এক বছর ধরে তথ্য পাঠাবে লুনা।
জাতীয়
  • বি এড ডিগ্রি থাকলে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরের পাশাপাশি প্রাথমিক শিক্ষকতার পদেও কোনো প্রার্থী আবেদন জানানোর যোগ্য বলে নির্দেশিকা ছিল এনসিটিই (জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ)- এর। এই নির্দেশিকার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয়। এদিন একটি রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল প্রাথমিক শিক্ষক পদে কেবলমাত্র ডি এল এড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন) প্রশিক্ষণ থাকলে তবেই আবেদন জানানো যাবে।
  • ভারত সফরে এসেছেন ব্রিটেনের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী টম টুগেনহাট। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদী খালিস্থানিদের মোকাবিলা করতে নতুন করে উদ্যোগ নিয়েছে ব্রিটেন। এজন্য তারা আলাদা তহবিল গঠন করেছে।
  • রাজ্যসভার সদস্য আপ দলের নেতা রাঘব চাড্ডাকে অনির্দিষ্টকালের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হলো। তিনি চারজন সাংসদের সই নকল করেছেন বলে অভিযোগ ওঠে। এরপর স্বাধিকার ভঙ্গের দায়ে তাঁকে সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর।
  • অভিনেত্রী, রাজনীতিক জয়া প্রদাকে ছয় মাসের কারাদণ্ড দিল চেন্নাই-এর এগমোরা ম্যাজিস্ট্রেট কোর্ট। চেন্নাইয়ে একটি সিনেমা হল ছিল এই অভিনেত্রীর। সেটি বন্ধ হয়ে যায়। কিন্তু কর্মীদের ই এস আই এর টাকা মেটানো হয়নি। এই অভিযোগে দোষী সাব্যস্ত হন জয়া প্রদা।
খেলা
  • এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতার ফাইনালে উঠলো ভারত। এদিন সেমিফাইনালে ভারত ৫-০ গোলে হারিয়ে দিল জাপানকে। অন্য সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৬-২ গোলে হারালো মালয়েশিয়া। প্রসঙ্গত, ২০২১ সালে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে এই জাপানের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। ভারতের সৃজেশ সিং এদিন ৩০০ তম আন্তর্জাতিক হকি ম্যাচ খেললেন।
  • মেয়েদের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে জাপানকে ২-১ গোলে হারিয়ে দিল সুইজারল্যান্ড। এই প্রতিযোগিতায় অন্যতম ফেভারিট দল ছিল জাপান। অন্য কোয়ার্টার ফাইনালে স্পেন ২-১ গোলে হারিয়ে দিল নেদারল্যান্ডসকে।
বিবিধ
  • প্রয়াত হলেন পরমাণু বিজ্ঞানী বিকাশ সিংহ (৭৮)। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ১৯৪৫ সালে মুর্শিদাবাদে কান্দি রাজ পরিবারে জন্ম হয়েছিল বিকাশ সিংহের। নিউক্লিয় এবং হাই এনার্জি ফিজিক্সে তাঁর অবদান অবিস্মরণীয় বলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। কেন্দ্রীয় সরকারের ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার এবং সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের প্রাক্তন অধিকর্তা তিনি। পশ্চিমবঙ্গ রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্বভারতীর অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবেও কাজ করেছেন বিকাশ সিংহ। প্রধানমন্ত্রীর বিজ্ঞান উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন তিনি। তিনি পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন।