কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ সেপ্টেম্বর ২০২৩

199
0
Bank Recruitment 2024

আন্তর্জাতিক
  • পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারালেন ৫৯ জন। জখমের সংখ্যা দেড়শতাধিক। পাকিস্তানের দুটি মসজিদে আলাদা আলাদা ভাবে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। একটি হামলা ঘটেছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বালুচিস্থান প্রদেশের মাস্তুং জেলার একটি মসজিদের সামনে। সেখানে জেলার ডিএসপি নওয়াজ গাছকড়িসহ ৫৪ জনের জন নিহত হয়েছেন। অপর ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ বিপরীতে পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রান্তে খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মসজিদের সামনে। দুটি ক্ষেত্রেই ঈদ মিলাদুন নবী পালন করতে আসা মানুষের ভিড়ে মিশে ছিল আত্মঘাতী জঙ্গিরা। এই হামলায় কোন জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে ইসলামিক স্টেট জঙ্গিদের।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের লক্ষ্যে তদন্ত শুরু করল হাউস অব রিপ্রেজেন্টেটিসের একটি কমিটি। প্রসঙ্গত বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক কার্যকলাপ থেকে জো বাইডেন লাভবান হয়েছেন এবং আইনসভাকে মিথ্যা কথা বলেছেন বলে অভিযোগ তুলেছেন রিপাবলিকান সাংসদরা।
জাতীয়
  • দেশে ২০২৪ সালে ‘এক দেশ এক ভোট’ নীতি প্রণয়ন করা সম্ভব নয় বলে জানালো আইন কমিশন। আরও পাঁচ বছর পর ২০২৯ সালের লোকসভা নির্বাচনের সময় রাজ্যগুলির বিধানসভা নির্বাচনও করা সম্ভব কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
  • বাল্যবিবাহ রোধ করা এবং শিশু পাচারের বিরুদ্ধে লড়াইয়ের স্বার্থে পকসো আইনের অধীনে যৌন সম্পর্কে সম্মতির বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করল আইন কমিশন। অর্থাৎ তারা সম্মতি দানের বৈধ বয়স ১৮ রাখার পক্ষেই মত দিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি ঋতুরাজ অবস্তির নেতৃত্বে ২২ তম আইন কমিশন এই মন্তব্য করেছে।
  • নয়া দিল্লিতে ‘জিতেগা ইন্ডিয়া’ শীর্ষক জাতীয় সম্মেলনে অংশ নিল ৫০টির বেশি নাগরিক সংগঠন ও ১৮ টি ছোট বামপন্থী ও সমাজবাদী দল। তারা ‘ইন্ডিয়া’ জোটে সামিল হওয়ার সিদ্ধান্ত নিল।
  • লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ বিষয়ক বিল আগেই পাস হয়েছে লোকসভা ও রাজ্যসভায়। এদিন এই বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপরই তা আইনের পরিণত হলো। সংবিধানের ১০৬ তম সংশোধনী হিসাবে এই নতুন আইন পরিচিত হবে।
  • কাবেরী নদীর জল তামিলনাড়ুকে দেওয়ার প্রতিবাদে তুমুল বিক্ষোভ আন্দোলন হল কর্নাটকে। দুদিন আগেও কর্নাটকে বনধ ডাকা হয়েছিল। পরপর দুদিনই এই বনধে মিশ্র সাড়া পাওয়া গিয়েছে।
খেলা
  • চিনের হ্যাং ঝাউতে চলা এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারত দুটি স্বর্ণপদক জয় করল। শুটিংয়ের ক্ষেত্রে এটি ভারতের ষষ্ঠ সোনা। চলতে এশিয়ান গেমসে এখনো পর্যন্ত শুটিং থেকে ভারত ১৮ টি পদক জিতল। ভারতের শুটিং বিভাগে এটি সর্বশ্রেষ্ঠ সাফল্য। এর আগে ২০০৬ সালে দোহা এশিয়াডে ভারত শুটিং থেকে ১৪টি পদক জিতেছিল। সব মিলিয়ে মোট ৮টি সোনাসহ ৩৩টি পদক জিতে ভারত পদক তালিকায় উঠে এলো চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে চিন। তারা ১০৫ টি সোনা, ৬৩ টি রুপোসহ মোট ২০০ টি পদক ইতিমধ্যেই জয় করেছে। গুরগাঁও-এর ১৭ বছরের মেয়ে পালক গুলিয়া ১০ মিটার এয়ার পিস্তলে সোনার পদক জিতলেন। এই প্রতিযোগিতায় ভারতের এশা সিং পেলেন রুপো। এশা, পালক এবং দিব্যা মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্টে জিতলেন রুপোর পদক। এদিন ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের দলগত ইভেন্টে বিশ্বরেকর্ড করে সোনা জিতল ভারত। এই দলে রয়েছেন ঐশ্বর্য প্রতাপ সিং, স্বপ্নিল কুসালে এবং অখিল শেরওয়ান। তাদের সংগৃহীত পয়েন্ট ১৭৬৯। ঐশ্বর্য প্রতাপ সিং ছেলেদের ৫০ মিটার থ্রি পজিশন ব্যক্তিগত ইভেন্টে রুপোর পদক জিতলেন। টেনিসে পুরুষদের ডাবলসে রূপো জিতলেন ভারতীয় জুটি রামকুমার রমানাথন ও সাকেত মাইনেনি।অ্যাথলেটিক্সে এবারের এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম পদক জিতলেন কিরণ বালিয়ান। তিনি শটপাটে ব্রোঞ্জ জিতলেন। স্কোয়াশে মহিলাদের দলগত ইভেন্টেও ভারত ব্রোঞ্জ জিতেছে।
  • প্রিমিয়ার ডিভিশন কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিশোর ভারতী স্টেডিয়ামে এদিন মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে দেওয়ার পর কলকাতার মোহামেডান স্পোর্টিং এর চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হল।১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪। মোহামেডানের জয়ে বড় ভূমিকা নিলেন স্ট্রাইকার ডেভিড। এবারের লিগে ২১ টি গোল করলেন তিনি। পরপর তিন বছর কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশন চ্যাম্পিয়ন হল মহামেডান। সবমিলিয়ে তারা ৮৭ বছর পরে লিগ জয়ের হ্যাটট্রিক করলো।
বিবিধ
  • ভারতে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে একমাত্র রেকারিং ডিপোজিট বাদে বাকি প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। কেবলমাত্র ৫ বছরের রেকারিং ডিপোজিটে সুদ ৬.৫ থেকে বের হয়েছে ৬.৭%।
  • দেশের পরিকাঠামো ক্ষেত্রে বৃদ্ধির হার গত আগস্ট মাসে বেড়ে হয়েছে ১২.১ শতাংশ। এই হার গত ১৪ মাসের মধ্যে সবথেকে বেশি।