সিআইএসএফে ৩০০ খেলোয়াড়

1159
0
CISF Sports Job

সেন্ট্রাল ইন্ডাস্টিয়াল সিকিউরিটি ফোর্সে স্পোর্টস কোটায় হেড কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে ৩০০ জন কৃতী খেলোয়াড় নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার পুরুষ/ মহিলারা আবেদন করতে পারবেন।

কোন খেলায় কতজন: ১) অ্যাথলেটিক্স: ৮০০ মিটার (পুরুষ ১, মহিলা ১), ১৫০০ মিটার (পুরুষ ৩, মহিলা ৩), ৫০০০ মিটার (পুরুষ ৩, মহিলা ৩)। ১০০০০ মিটার (পুরুষ ৩, মহিলা ৩)। ৩০০০ এসসি (পুরুষ ২, মহিলা ২), ম্যারাথন (পুরুষ ৩, মহিলা ৩), ওয়াক (পুরুষ ২, মহিলা ২), ২০০ মিটার (পুরুষ ১, মহিলা ১), ৪০০ মিটার (পুরুষ ২, মহিলা ১), ১১০ মিটার হার্ডল (পুরুষ ২, মহিলা ১), ৪০০ মিটার হার্ডল (পুরুষ ৩), ১০০ মিটার হার্ডল (মহিলা ৩), ডেকাথলন (পুরুষ ৩), ৪০০ মিটার হার্ডল (মহিলা ২), হেপ্টাথলন (মহিলা ৩), লং জাম্প (পুরুষ ২, মহিলা ৩), হাই জাম্প (পুরুষ ৩, মহিলা ৩), পোল ভল্ট (পুরুষ ২, মহিলা ২), ট্রিপল জাম্প (পুরুষ ৩, মহিলা ২), শট পুট (পুরুষ ৩, মহিলা ২), জাভেলিন থ্রো (পুরুষ ১, মহিলা ২), হ্যামার থ্রো (পুরুষ ২, মহিলা ২), ডিসকাস থ্রো (মহিলা ২)।

২) বক্সিং: পুরুষদের শূন্যপদ (৪৯ কেজিতে শূন্যপদ ১, ৫২ কেজিতে ১, ৬৯ কেজিতে ১, ৭৫ কেজিতে ১, ৮১ কেজিতে ১, ৯১ কেজিতে ১, ৯১ কেজির বেশি শূন্যপদ ১)। মহিলাদের শূন্যপদ (৬৪ কেজিতে ১, ৭৫ কেজিতে ১, ৮১ কেজিতে ১, ৮১ কেজির বেশি ১)।

৩) বাস্কেটবল: পুরুষ ৮। ৪) জিমন্যাস্টিক: পুরুষ ৪। ৫) ফুটবল: পুরুষ ৬। ৬) হকি: পুরুষ ১২। ৭) হ্যান্ডবল: পুরুষ ৯।

৮) জুডো: পুরুষদের শূন্যপদ (৬০ কেজিতে ১, ৬৬ কেজিতে ১, ৭৩ কেজিতে ১, ৮১ কেজিতে ১, ৯০ কেজিতে ১, ১০০ কেজিতে ১, ১০০ কেজির বেশি শূন্যপদ ১)। মহিলাদের শূন্যপদ (৪৮ কেজিতে ১, ৫১ কেজিতে ২, ৭০ কেজিতে ১, ৭৮ কেজিতে ১, ৭৮ কেজির বেশি ২)।

৯) কবাডি: (পুরুষ ৮, মহিলা ১২)।

১০) শ্যুটিং: রাইফেল (পুরুষ ১৬, মহিলা ৩), পিস্তল (পুরুষ ৭, মহিলা ৬)।

১১) সুইমিং: পুরুষদের শূন্যপদ (১ মিটার স্প্রিং বোর্ড ডাইভিং ২, ৩ মিটার স্প্রিং বোর্ড ডাইভিং ২, ১০ মিটার হাই বোর্ড ডাইভিং ২, ৫০/১০০/২০০ মিটার ফ্রি স্টাইল ২, ৫০/১০০/২০০ মিটার ব্যাক স্ট্রোক ২, ৫০/১০০/২০০ মিটার বাটারফ্লাই ২, ৪০০/৮০০/১৫০০ মিটার ফ্রি স্টাইল ১, ২০০/৪০০ মিটার ইনডিভিজুয়াল মেডলি ১)।

১২) ভলিবল: পুরুষ ৮।

১৩) ওয়েট লিফ্টিং: পুরুষদের শূন্যপদ: ৫৫ কেজিতে ২, ৬১ কেজিতে ১, ৬৭ কেজিতে ২, ৭৩ কেজিতে ১, ৮১ কেজিতে ২, ৮৯ কেজিতে ১, ৯৬ কেজিতে ২, ১০২ কেজিতে ২, ১০৯ কেজিতে ২)। মহিলাদের শূন্যপদ (৪৫ কেজিতে ২, ৪৯ কেজিতে ২, ৫৫ কেজিতে ১, ৫৯ কেজিতে ১, ৬৪ কেজিতে ১, ৭১ কেজিতে ১, ৭৬ কেজিতে ২, ৮১ কেজিতে ২, ৮৭ কেজিতে ১, ৮৭ কেজির বেশি ২)।

১৪) রেসলিং: পুরুষদের শূন্যপদ (৫৭ কেজিতে ফ্রি স্টাইল ২, ৬১ কেজিতে ফ্রি স্টাইল ১, ৭৪ কেজিতে ফ্রি স্টাইল ১, ৭৯ কেজিতে ফ্রি স্টাইল ১, ৮৬ কেজিতে ফ্রি স্টাইল ১, ৯২ কেজিতে ফ্রি স্টাইল ১, ৯৭ কেজিতে ফ্রি স্টাইল ২, ১২৫ কেজিতে ফ্রি স্টাইল ২, ৫৫ কেজিতে গ্রেকো রোমান ২, ৬০ কেজিতে গ্রেকো রোমান ১, ৮০ কেজিতে গ্রেকো রোমান ১, ৮৭ কেজিতে গ্রেকো রোমান ২, ৯৭ কেজিতে গ্রেকো রোমান ১, ১৩০ কেজিতে গ্রেকো রোমান ২)।

১৫) তায়েক্বন্ডো: পুরুষদের শূন্যপদ (৫৪ কেজিতে ২, ৫৮ কেজিতে ২, ৬৩ কেজিতে ২, ৬৮ কেজিতে ২, ৭৪ কেজিতে ২, ৮০ কেজিতে ২, ৮৭ কেজিতে ২, ৮৭ কেজির বেশি ২)।

বেতনক্রম: লেভেল ফোর অনুযায়ী ২৫৫০০-৮১০০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

বয়সসীমা: ১ আগস্ট ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: দ্বাদশ শ্রেণি পাশ সঙ্গে স্টেট/ ন্যাশনাল/ ইন্টারন্যাশনাল গেমস, স্পোর্টস এবং অ্যাথলেটিক্স-এ প্রতিনিধিত্ব। প্রয়োজনীয় ক্রীড়াগত যোগ্যতার সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

শারীরিক মাপজোক: পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে অন্তত ১৬৭ সেন্টিমিটার, পার্বত্য এলাকার পুরুষ প্রার্থীদের ১৬০ সেন্টিমটার, সবক্ষেত্রেই বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১-৮৬ সেন্টিমিটার। মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে অন্তত ১৫৩ সেন্টিমিটার। পুরুষ ও মহিলা সবার ক্ষেত্রেই উচ্চতা ও শারীরিক গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে ওজন হতে হবে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, ট্যারা চোখ, শিরাস্ফীতি থাকলে আবেদন করবেন না। শরীরে ট্যাটু থাকলে কিছু বিধিনিষেধ আছে, বিস্তারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।

দৃষ্টিশক্তি: কাছের দৃষ্টি ভালো চোখে এন৬ ও খাপার চোখে এন৯। দূরের দৃষ্টি ভালো চোখে ৬/৬ এবং খারাপ চোখে ৬/৯।

আবেদনের ফি: ১০০ টাকা। পোস্টাল অর্ডার/ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। http://cisfrectt.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র পৌঁছতে হবে আগামী ১৭ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে। উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে ২৪ ডিসেম্বর বিকেল ৫টা। পোস্টাল অর্ডার/ ডিমান্ড ড্রাফট কার অনুকূলে কাটতে হবে এবং কাদের কোথায় আবেদন পাঠাতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।