কারেন্ট অ্যাফেয়ার্স ১২ নভেম্বর ২০১৯

557
0
Mumbai: Congress leaders during a meeting with Nationalist Congress Party (NCP), in Mumbai, Tuesday, Nov. 12, 2019. Maharashtra Governor Bhagat Singh Koshyari on Tuesday recommended imposition of President's Rule in the state in view of stalemate over government formation. (Twitter/PTI Photo)(PTI11_12_2019_000275B)

আন্তর্জাতিক

  • বাংলাদেশে ট্রেন দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হল। ভোররাতে ব্রাহ্মণবেড়িয়া জোর মন্দবাগ স্টেশনের কাছে তূর্ণা নিশীথা এবং উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে এই ঘটনা ঘটেছে।তূর্ণা নিশীথার চালক সিগন্যাল না মানায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
  • নারী স্বাধীনতা, ঈশ্বরে অবিশ্বাস, সমকামিতার মতো বিষয়কে উগ্রপন্থার নামান্তর বলে দেশের নাগরিকদের সতর্ক করে দিল সৌদি আরব। সৌদির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ট্রাইবুনাল অ্যাকাউন্টে এই বিষয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। প্রসঙ্গত, সৌদিতে সমকামিতা এবং নাস্তিকতা বেআইনি এবং তার শাস্তি মৃত্যুদণ্ড। রাজনৈতিক কার্যকলাপ, বিক্ষোভ প্রদর্শনও সেখানে নিষিদ্ধ।

 

জাতীয়

  • বিধানসভা জিইয়ে রেখে ৬ মাসের জন্য রাষ্ট্রপতির শাসন জারি করা হল মহারাষ্ট্রে।তবে সরকার গড়ার জন্য রাস্তা খোলা থাকছে। বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই প্রস্তাব করেছিলেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। প্রসঙ্গত, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ২৮৮ আসনের বিধানসভায় বিজেপি, শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস জিতেছে যথাক্রমে ১০৫, ৫৬, ৪৪ এবং ৫৪ আসনে।
  • বলবন্ত সিং রাজওয়ানাকে ফাঁসি না দিয়ে আমৃত্যু কারাবন্দি রাখার সুপারিশ করল কেন্দ্রীয় সরকার। ১৯৯৫ সালের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে বলবন্ত।
  • নির্বাচন কমিশনার অশোক নাভাসার ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করল ইডি। এর আগে তাঁর স্ত্রী, বোন ও পুত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আয়কর দপ্তরও।

 

বিবিধ

  • এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন ১৯৮৮ সালের আইএএস অফিসার অরবিন্দ সিং।
  • শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে গুরু নানকের ৫৫০ জন্মজয়ন্তী পালিত হল বিশ্বজুড়ে।
  • প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে। বর্তমানে তাঁর বয়স ৯৫ বছর। মার্কিন ইতিহাসে তিনি সবচেয়ে দীর্ঘজীবী রাষ্ট্রপতি। ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান জিমি কার্টার।

 

খেলা

  • সিকিম গভর্নর্স গোল্ড কাপে চ্যাম্পিয়ন হল মহমেডান স্পোর্টিং ক্লাব। এদিন ফাইনালে তারা ২-১ গোলে হারাল হিমালয়ান এফসিকে। এই নিয়ে তৃতীয়বার (১৯৮০, ২০১৬, ২০১৯) এই ট্রফি জিতল মহমেডান।
  • বেটন কাপ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ইন্ডিয়ান অয়েল। এদিন ফাইনালে তারা ২-০ গোলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে হারাল।
  • অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠল মেক্সিকো, নেদারল্যান্ডস, ব্রাজিল ও ফ্রান্স।