স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭-র কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (১০+২) পরীক্ষার মাধ্যমে যাঁরা ডাকবিভাগের পোস্টাল/সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন তাঁদের কে কোন পোস্টাল সার্কেলে নিযুক্ত হবেন তার নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। ডাকবিভাগের একটি জরুরি বিজ্ঞপ্তিতে কমিশনকে একথা জানানো হয়েছে।
ডাকবিভাগের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত জানা যাবে ডাকবিভাগের ওয়েবসাইটে (http://www.indiapost.gov.in) নিউজ অ্যান্ড আপডেটস ট্যাবে ক্লিক করে।
নির্বাচিত প্রার্থীরা পূরণ করা প্রেফারেন্স ফর্ম ইমেল করে পাঠিয়ে দিন pasadopchsl2017@gmail.com আইডিতে। তারপর অবশ্যই তার প্রিন্ট-আউট নিয়ে সই করে রেজিস্টার্ড/স্পিড পোস্টে পাঠিয়ে দেবেন ডাকবিভাগে, পৌঁছনো চাই আগামী ২৭ জানুয়ারির মধ্যে। নজর রাখুন এই লিঙ্কে: https://www.indiapost.gov.in/VAS/Pages/News/CallingNewPAA.pdf
কমিশনের ৯ জানুয়ারির এই ঘোষণা সহ ডাকবিভাগের বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: