কারেন্ট অ্যাফেয়ার্স ৬ আগস্ট ২০২০

774
0

আন্তর্জাতিক

  • হিরোসিমায় পরমাণু বোমা হামলার ৭৫ বছর পালন করল জাপান৷ সেই বিস্ফোরণ থেকে বেঁচে ফেরা জনা কয়েক নাগরিক এদিন উপস্থিত ছিলেন৷ তবে করোনা ভাইরাস আতঙ্কে এবার বড় কোন অনুষ্ঠান হয়নি৷ মোতেয়াসু নদীতে প্রদীপ ভাসানোর রীতিও এবার বাতিল করা হয়েছে৷
  • বেইরুট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫৭, জখম অন্তত ৫০০০ জন৷ এই ঘটনায় ১৫০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করলেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব৷
  • ৫ আগস্ট সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কায়৷ ২২৫ আসনের সংসদে বিপুল ভোটে জয়ী হল শ্রীলঙ্কা পিপলস পার্টি৷ দলীয় সূত্র জানিয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষে এবার প্রধানমন্ত্রী পদে বসবেন৷ বর্তমান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে সম্পর্কে তাঁর দাদা৷
  • রুশ প্রতিরক্ষা মন্ত্রক ও গামালিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি সংস্থার যৌথ উদ্যোগে তৈরি ‘গাম-কোভিড-ভ্যাও-লিও’ নামক প্রতিষেধকটি মানবদেহে কোভিড রুখতে অন্তিম পরীক্ষায় সফল হয়েছে দাবি করল রাশিয়া৷ গত মাসে তার হিউম্যান ট্রায়াল শুরু হয়েছিল৷ এদিকে গোটা বিশ্বে কোভিড সংক্রমিতের সংখ্যা ১৯১১৮৫৫৩৷ এই সংক্রমণে প্রাণহানি হয়েছে ৭১৩৯২৫ জনের৷

 

জাতীয়

  • আমেদাবাদে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৮ জন করোনা রোগীর৷ শ্রেয়া নামে একটি বেসরকারি হাসপাতালে গভীর রাতের অগ্নিকাণ্ডে এই ঘটনা ঘটল৷ আইসিইউ বিভাগে ভর্তি ৮ জন রোগীরই মৃত্যু হল এই ঘটনায়৷
  • দেশে মোট ১৯৬৪৫৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ পরপর ৮ দিন দৈনিক ৫০ হাজারের মানুষ করোনায় আক্রান্তত হলেন৷ দেশে মোট ৪০৬৯৯ জন প্রাণ হারিয়েছেন এই সংক্রমণে৷ দেশে সুস্থতার হার বেড়ে হল ৬৭.৬২ শতাংশ, মৃত্যুহার কমে হল ২.০৭ শতাংশ৷ পশ্চিমবঙ্গে কোভিড সংক্রমণেই মৃতু হল প্রবীণ বামপন্থী নেতা লেখক রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল চক্রবর্তীর৷
  • অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুদণ্ড নিয়ে প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করল সিবিআই৷ এক্ষেত্রে ১৫ কোটি টাকা তছরুপের অভিযোগে আর্থিক দুর্নীতির মামলা শুরু করেছে ইডি৷

 

 

বিবিধ

  • দেশের পরবর্তী কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে নিযুক্ত হচ্ছেন গিরিশচন্দ্র মুর্মু৷ তিনি রাজীব মহর্ষির স্থলাভিষিক্ত হচ্ছেন৷৷ মাত্র একদিন আগেই জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি৷ সেই পদে এদিন নিযুক্ত হলেন মনোজ সিনহা৷

 

খেলা

  • ম্যাঞ্চস্টোরে পাকিস্তান প্রথম ইনিংসে ৩২৬ রান করল৷ শান মাসুদ শতরান (১৫৬) করলেন৷ ১৯৯৬ সসালে সৈয়দ আনোয়ারের পর ফের কোন পাক ওপেনার ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে শতরান করলেন৷ জবাবে ৪ উইকেট হারিয়ে ৩২৪ রান করল ইংল্যান্ড৷
  • আইপিএল-এর স্পনসর হিসাবে চিনা সংস্থা ভিভো-কে সরিয়ে দেওয়া হল বলে জানাল বিসিসিআই৷

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল