কারেন্ট অ্যাফেয়ার্স ৭ আগস্ট ২০২০

883
0

আন্তর্জাতিক

  • বেইরুটে বিস্ফোরণের পিছনে বাইরের কোন শক্তির ভূমিকা থাকতে পারে বলে মন্তব্য করলেন লেবাননের রাষ্ট্রপতি মিশেল ওউন৷ যদিও লন্ডভন্ড হয়ে যাওয়া শহরে সরকারের গাফিলতির বিষয়েই ক্ষোভ দানা বেঁধেছে৷ নানা স্থানে বিক্ষোভও সংঘটিত হয়েছে৷ লেবাননকে ফরাসি শাসনের অন্তর্ভুক্ত  করতে ২৪ ঘণ্টায় সই করেছেন ৫০ হাজার মানুষ৷ ঝটতি সফরে বেইরুট ঘুরে গেলেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ৷
  • শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেল শ্রীলঙ্কা পড়ুজানা পার্টি৷ ২২৫টি আসনের মধ্যে তারা ১৪৫ ও তাদের শরিক দলগুলি ৫টিতে জয়ী হয়েছে৷ রনিল বিক্রমসিঙ্ঘের ইউনাইটেড ন্যাশনাল পার্টি পেয়েছে একটি আসন৷
  • ২৫ থেকে ৬৪ বছর বয়সী কিশোর তরুণরা কোভিডে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানালো ‘হু’৷ বিশ্বে ১৯৪২১৩৫৬ জন সংক্রমিত হয়েছেন এবং ৭২০৬৯৭ জন প্রাণ হারিয়েছেন এই সংক্রমণে৷

 

জাতীয়

  • কেরলের কোঝিকোড় বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ১৭ জনের৷ বন্দেভারত প্রকল্পে দুবাই থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সংস্থার আইএক্স ১৩৪৪ উড়ানটি ১৮৪ জন যাত্রী, ১০টি শিশু, ২ জন বৈমানিক ও ৪ জন বিমানকর্মী নিয়ে ফিরছিল৷ কোঝিকোড় ‘টেবলটপ’ রানওয়ে থেকে ৩৫ ফুট গভীর খাদে ছিটকে পড়ে বিমানটি দু টুকরো হয়ে যায়৷ ২ জন বৈমানিকই প্রাণ হারিয়েছেন৷ জখম হয়েছেন ১১২ জন৷ প্রসঙ্গত, ২৯৯৬ মিটার দীর্ঘ ১০ নম্বর রানওয়েটি৷ তবে দিনভর বৃষ্টিতে দৃশ্যমানতা কমে গিয়েছিল৷ দুর্ঘটনাটি ঘটেছে সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে৷ এদিকে কেরলেরই ইদুক্কি জেলার রাজামালায় একটি চা বাগানে ভূমিধসে অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে৷
  • দেশে গত ২৪ ঘণ্টায় ৬২৫৩৮ জন কোভিড সংক্রমিত হলেন৷ ভারতে গত ২১ দিনে ১০ লক্ষ জন এই রোগে আক্রান্ত হয়েছেন৷ মোট আক্রান্তের সংখ্যা ২০২৭০৭৪৷ ৪১৫৮৫ জনের প্রাণহানি হয়েছে করোনায়৷

 

বিবিধ

  • প্রথম ‘কিষাণ রেল’ এর যাত্রা শুরু হল৷ নাসিক থেকে ১৫১৯ কিমি দূরে দানাপুরের উদ্দেশে ট্রেনটির যাত্রার সূচনা করলেন (ভিডিও কনফারেন্সে) কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর৷ প্রসঙ্গত, পচনশীল কৃষিপণ্য দ্রুত অন্যত্র পৌঁছতে বাজেটেই এই ট্রেনের প্রস্তাবনা ছিল৷
  • দরিদ্র দেশগুলিতে কম খরচে করোনা প্রতিষেধক দিতে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে ১৫ কোটি ডলার অর্থসাহায্য করছে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন৷ এর ফলে ৩ ডলার বা ২২৫ টাকার মধেধ্য প্রতিষেধক মিলবে৷

 

 

খেলা

  • চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছল ম্যাঞ্চেস্টার সিটি এবং লিঁও৷ দুই পর্বে ফলাফলের ভিত্তিতে তারা পরাস্ত করল যথাক্রমে রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাসকে৷
  • ম্যাঞ্চেস্টার টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২১৯ রান করল৷ প্রথম ইনিংসে ৩২৬ রানের পর পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৩৭ রান করল৷
  • নির্দিষ্ট সূচী অনুযায়ী ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই অনুষ্ঠিত হবে৷ ২০২০ সালে অস্ট্রেলিয়ায় যে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা ছিল তা একই স্থানে ২০২২ সালে আয়োজিত হবে৷ এই সিদ্ধান্ত জানালো আইসিসি৷

 

 

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল