কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ আগস্ট ২০২০

638
0
Mandatory Credit: Photo by Rafael Yaghobzadeh/AP/Shutterstock (10667305v) Protesters hold posters during a demonstration . Paris riot officers fired tear gas as scattered protesters threw projectiles and set fires at an unauthorized demonstration against police violence and racial injustice. Several thousand people rallied peacefully for two hours around the main Paris courthouse in homage to George Floyd and to Adama Traore, a French black man who died in police custody America Protests , Paris, France - 02 Jun 2020

আন্তর্জাতিক

  • এবার জাতিবিদ্বেষের প্রতিবাদে বিক্ষোভ শুরু হল ফ্রান্সে। আর এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন খোদ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ। ঘটনার সূচনা ‘ভ্যালর অ্যাকচুয়েল’ নামে একটি অতি দক্ষিণপন্থী পত্রিকায় প্রকাশিত একটি কার্টুন। ফরাসি সাংসদ কৃষ্ণাঙ্গ দানিয়েলা ওবাবোকে সেখানে গলায় শিকল পরানো ক্রীতদাস হিসাবে দেখান হয়েছে। ফরাসি প্রধানমন্ত্রী জঁ কাটেকসও ওই কার্টুনের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন।
  • দক্ষিণ আমেরিকা মহাদেশে দ্রুতহারে ছড়াচ্ছে করোনা। গোটা বিশ্বে ২৫৩২২৩০০ জন সংক্রমিত হয়েছেন তার মধ্যে ৭০ লক্ষ জনই লাতিন আমেরিকার বাসিন্দা। ব্রাজিল, মেক্সিকো, পেরুতে যথাক্রমে ১২০৫৪৬, ৬৩৮১৯, ২৮৬০৭ জনের মৃত্যু হয়েছে। গোটা বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা ৮৪৮৯৮৯।

 

জাতীয়

  • গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮৭৬১ জন কোভিড আক্রান্ত হলেন। এটি একটি বিশ্ব রেকর্ড। এর আগে কোন দেশেই একদিনে এত বিপুল সংখ্যক মানুষ সংক্রমিত হননি। মাত্র এক সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ থেকে বেড়ে ৩৫ লক্ষে পৌঁছল। সেখানে প্রথম ১১০ দিনে সংক্রমিত রোগীর সংখ্যা হয়েছিল ১ লক্ষ। ভারতে দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার ২.২ শতাংশ যা বিশ্বের গড় ১.১ হারের থেকে দ্বিগুণ।
  • বিশ্বের দরবারে ভারতকে ‘খেলনা হাব’ হিসাবে গড়ে তোলার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন কি বাত অনুষ্ঠানে এই ডাক দিয়েছেন তিনি। এদিন সোফি ও ভিদা নামে ভারতীয় সেনা বাহিনীতে কর্মরত দুটি প্রশিক্ষিত সারমেয়ের নামও উল্লেখ করেছেন তিনি।

 

বিবিধ

  • ২০২০-২১ সালে দেশে রাজকোষ ঘাটতি পৌঁছতে পারে ৭ শতাংশে যা লক্ষ্যমাত্রার দ্বিগুণ। এদিন এই পূর্বাভাষ দিল মূল্যায়নকারী সংস্থা ব্রিকওয়ার্থ।
  • ২০২০ সালের ১ জানুয়ারি থেকে অনলাইন লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি কোন অতিরিক্ত চার্জ নিয়ে থাকলে তা ফেরত দিতে বলল কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ।

 

খেলা

  • কোভিড কাণ্ডে লকডাউনের পর প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে ৫ উইকেটে পরাস্ত করল ইংল্যান্ড। ৩৩ বলে ৬৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হলেন ইংল্যান্ড অধিনায়ক অইন মর্গ্যান।
  • প্রথম অনলাইন দাবা অলিম্পিয়াডে যুগ্ম চ্যাম্পিয়ন হল ভারত ও রাশিয়া। দুটি দলই সোনার পদক পাবে বলে ঘোষণা করল ফিডে। ভারতীয় দলে ছিলেন বিশ্বনাথন আনন্দ, কোনেরু হাম্পি, বিদিত গুজরাটি, হরিতা প্রমুখ।
  • ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। প্রথম সেট হারার পরও তিনি ফাইনালে ১-৬, ৬-৩, ৬-৪ সেটে হারালেন সিয়োস রাওনিচকে।

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল