কারেন্ট অ্যাফেয়ার্স ৬ সেপ্টেম্বর ২০২০

805
0
current affairs

আন্তর্জাতিক

  • মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ব্রায়েলের উদ্যাগে শান্তি আলোচনায় বসতে সম্মত হল তালিবান। কাতারের রাজধানী দোহায় তালিবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন আফগান সরকারের প্রতিনিধিরা।
  • প্রকাশের আগেই বিতর্ক ঘনিয়ে তুলল একটি বই। এদিন ওয়াশিংটন পোস্ট-এর একটি নিবন্ধে প্রকাশিত  বইটি থেকে মার্কিন রাষ্ট্রপতির বর্ণবিদ্বেষী মনোভাবের অভিযোগ উদ্ধৃত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের লেখা বইটির নাম “ডিসলয়াল: দ্য ট্রু স্টোরি অব ফর্মার পার্সোনাল অ্যাটর্নি টু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’
  • বিশ্বে ৮,৮৬,১৮৯ জনের প্রাণহানি হয়েছে কোভিডে। মোট সংক্রমিত হয়েছেন ২,৭২,৩৩,৯৮৯ জন।
  • বাংলাদেশের জাতীয় সংসদে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে সর্বসম্মত শোকপ্রস্তাব গৃহীত হল।

 

জাতীয়

  • মোট কোভিড সংক্রমিত মানুষের সংখ্যায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। দেশে এই এই সংক্রমণে মোট মৃতের সংখ্যাও ৭০ হাজার অতিক্রম করে গেল (৭০,৬২৬ জন)। গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৯০,৬৩২ জন কো্ভিডে সংক্রমিত হয়েছেন। ২৪ ঘণ্টায় ৭৩ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন। দেশে সুস্থতার হার ৭৭.৩২ শতাংশ ও মৃত্যুহার ১.৭২ শতাংশ।
  • মস্কো থেকে সাংহাই সহযোগিতা সংগঠনের বৈঠক সেরে ফেরার পথে তেহেরান গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির সঙ্গে বৈঠক হল তাঁর।

 

বিবিধ

  • অরুণাচল প্রদেশের আফসিলা ও মাঝা সীমান্তে দ্রুত যেতে দুর্গম পার্বত্য অঞ্চলে খরস্রোতা সুবনসিরি নদীর ওপর মাত্র ২৭ দিনে ৪৩০ ফুট দীর্ঘ সেতু তৈরি করল ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন।
  • করোনা এবং লকডাউনের প্রভাবে এপ্রিল-জুন ত্রৈমাসিকে সঙ্কুচিত হয়েছে প্রায় সব দেশের জিডিপি-ই। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে ওই হার যথাক্রমে ১৮.৯, ২১.৭, ১১.৩, ৯.৯ ও ৯.১ শতাংশ। একমাত্র চিনে ৩.২ শতাংশ বৃদ্ধি হয়েছে জিডিপি-র।

 

খেলা

  • ইউএস ওপেন থেকে বহিষ্কার করা হল নোভাক জোকোভিচকে। চতুর্থ রাউন্ডে পাবলো ক্যারোনো বুস্তার বিরুদ্ধে ম্যাচ চলার সময় মহিলা লাইন জাজকে অনিচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য তাঁকে এই শাস্তি দেওয়া হল। ২০০৪ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও জোকোভিচকে খেলতে দেখা যাবে না।
  • দ্বিতীয় টি২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে পরাস্ত করল ইংল্যান্ড। সিরিজ জয়ও নিশ্চিত হল তাদের। ম্যন অব দ্য ম্যাচ হলেন ইংল্যান্ডের জস বাটলার।
  • ফর্মুলা ওয়ান ইতালি গ্রাঁ প্রি তে চ্যাম্পিয়ন হলেন পিহ গেসলি।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল