কারেন্ট অ্যাফেয়ার্স ৩ নভেম্বর ২০২০

722
0

আন্তর্জাতিক

  • ফ্রান্সের পর আইএস জঙ্গিদের নিশানা অস্ট্রিয়া। রাজধানী ভিয়েনা শহরের বুকে জনবহুল এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালাল জঙ্গিরা। তাদের ছোড়া এলোপাথাড়ি গুলিতে দুই মহিলা সহ প্রাণ হারিয়েছেন মোট পাঁচজন। এক পুলিশ আধিকারিক সহ আহত হন কমপক্ষে ১৭ জন। পুলিশের গুলিতে একুশ বছরের এক জঙ্গি নিহত হয়।
  • বিশ্বের অন্যতম বৃহৎ প্রাচীন গণতন্ত্রের দেশ আমেরিকার ৪৬তম রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। ভারতীয় সময়ে আগামী কাল ডেমোক্রেটদের প্রার্থী জো-বাইডেন ও রিপাবলিকান বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন পর্ব শুরু। মোট আসন সংখ্যা ৫৩৮। যে-কোনো পক্ষকে জিততে হলে প্রয়োজন ২৭০ আসন। এবারের আমেরিকার ভোটে উপরাষ্ট্রপতি পদে অন্যতম প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হারিস। এবারের নির্বাচনের বৈশিষ্ট্য ভোটারদের একটা অংশ অনেক আগেই পোস্টাল ব্যালটে তাঁদের মতামত জানিয়ে দিয়েছেন।
  • প্রসঙ্গত, আমেরিকার নির্বাচন পদ্ধতি সে দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় মার্কিন জনতা সরাসরি অংশ নিতে পারেন না। সে ক্ষমতা থাকে ‘ইলেক্টোরাল কলেজ’-এর ওপর। যার সদস্য সংখ্যা বর্তমানে ৫৩৮। নিয়ম অনুযায়ী চূড়ান্ত গণনায় যে প্রার্থী ২৭০ বা তার বেশি ইলেক্টোরাল ভোট পান, তিনিই জয়ী হন।

 

জাতীয়

  • দেশে করোনা সংক্রমণের হার কমছে বলে জানানো হয়েছে, কমছে মৃত্যুহারও। কেন্দ্রের তথ্য অনুযায়ী ৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর গত এক মাসে মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা কমেছে। সার্বিকভাবে গত সাত সপ্তাহ ধরে আাক্রান্ত ও মৃতের দৈনিক হার নিম্নমুখী। ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর কমে দাঁড়িয়েছে ৪৫,৮৮৪। মৃতের দৈনিক গড় ১,১৬৫ থেকে কমে হয়েছে ৫১৩। এখনও পর্যন্ত ১১ কোটির বেশি পরীক্ষা হয়েছে। তবে দেশে সংক্রমণের সম্ভাবনার বার্তা জারি করে সতর্কবার্তা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। ২৪ ঘণ্টায় আাক্রান্ত ৩৮,৩১০, মৃত ৪৯০। অ্যাক্টিভ রোগী ৫,৪১,৪০৫।
  • ২০২১ সালের নির্বাচনের আগে দলীয় সাংগঠনিক বৈঠকে পশ্চিমবঙ্গে এলেন এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • বিহারের ভোট প্রচরের পথে যাওয়ার মধ্যকালে মাত্র কিছুক্ষণের জন্য বাগডোগরায় নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বাগডোগরার ডিএম, সিপির সঙ্গে কথা বলেন।
  • আইএস জঙ্গি সন্দেহে আইএনএস-এর জালে ধরা পড়লেন মুর্শিদাবাদের এক মাদ্রাসা শিক্ষক আব্দুল মোমিন মন্ডল।

 

বিবিধ

  • একটি সমীক্ষায় জানিয়েছে, করোনা পর্বে ভারতবর্ষে ৪৬ শতাংশ মানুষ টাকা ধার করে সংসার চালাতে বাধ্য হয়েছেন। দেশের সাতটি শহরকে কেন্দ্র করে এই সমীক্ষায় রয়েছে কলকাতাও। ১৪ শতাংশের দাবি তাঁরা চাকরি হারিয়েছেন।
  • দেশে বেকারত্ব বাড়ল ৬.৯ শতাংশ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্টে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৬.৬৭। তবে শহরাঞ্চলে বেকারত্ব কিছুটা হ্রাস পেয়েছে বলে রিপোর্টে প্রকাশ।
  • দশকের রেকর্ড উৎপাদন বৃদ্ধি হয়েছে অক্টোবরে। দেশের বেকারত্বের সংখ্যা ঊর্ধ্বমুখী কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত জিএসটি আদায়ের তথ্যে। পিএমআই ইনডেক্সে অক্টোবরে দেশের কলকারখানায় উৎপাদন এক দশকের মধ্যে সর্বোচ্চ, বৃদ্ধির সূচক ৫৮.৯ শতাংশ। এমন গত ১২ বছরে দেখা যায়নি।
  • ‘ম্যান মার্কিং’ করতে বা ভুয়ো ঠিকানা আটকাতে কোভিড টেস্টের ক্ষেত্রে আধার বা ভোটার কার্ড আবশ্যিক করা হল। কলকাতা পুরসভার সমস্ত করোনা পরীক্ষা সেন্টারেই আধার কার্ড বা ভোটার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে।

 

খেলা

  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। আর্জেন্টিার সংবাদমাধ্যমের খবর, সম্প্রতি নাকি মানসিক অবসাদের শিকার হয়েছেন তিনি। যদিও মাত্র দুদিন আগেই তাঁর ৬০ বছরের জন্মদিন পালন করেন তিনি।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল