কারেন্ট অ্যাফেয়ার্স ১০ নভেম্বর ২০২০

662
0

আন্তর্জাতিক
  • পূর্ব আফ্রিকার মোজাম্বিকে নৃশংস হত্যালীলা চালাল আইএস সন্ত্রাসবাদীরা। কাবো ডেলগাভো প্রদেশের কয়েকটি গ্রামে অবাধ লুঠপাট চালানোর পর অক্ষত অন্তত ৫০ জনকে একটি ফুটবল মাঠে দাঁড় করিয়ে মাথা কেটে কুপিয়ে হত্যা করল। তাদের দলে যোগ না দেওয়ায় গত এপ্রিলেও ৫২ জনকে হত্যা করেছিল তারা।
  • আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সীমান্তে উত্তেজনা চলছে। সেই আবহেই একটি হেলিকপ্টর গুলি করে নামাল আজার বাইজান। মৃত্যু হল দুজনের। এই ঘটনায় রাশিয়ার কাছে ক্ষমা চাইল আজারবাইজান। প্রসঙ্গত, দু দেশের বিবাদ মেটাতে মধ্যস্থতাও করছে রাশিয়া। তাদের উদ্যোগেই শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকে সংঘর্ষ শুরু হয়েছিল।
জাতীয়
  • দেশে কোভিড পরিস্থিতিতে প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিহারে। সুরক্ষা বিধি মেনে সেখানকার ফল গণনা বিলম্বিত হল। তবে এগিয়ে থাকার হিসাবে স্পষ্ট, বুথ ফেরত সমীক্ষা একেবারই মেলেনি এই নির্বাচনে। ২৪৩টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা শাসক জোটই যে পাচ্ছে তার ইঙ্গিত পাওয়া গেল। এককভাবে আরজেডি বৃহত্তম দলের স্বীকৃতি পেতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া গেল।
  • দেশে এখনও পর্যন্ত ১১ কোটি ৯৬ লক্ষ করোনা টেস্ট হয়েছে যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। দেশে মোট সংক্রমিত হয়েছেন ৮৫,৯১,৭৩০ জন এবং সক্রিয় রোগীর সংখ্যা ৫,০৫,২৬৫। মৃত্যুর হার ১.৪৮ শতাংশ। তবে করোনার তৃতীয় ঢেউ সব থেকে বেশি এসেছে দিল্লিতে। সেখানে সংক্রমণ ঊর্ধ্বমুখী।
বিবিধ
  • সম্প্রীতির প্রতীক হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীকে ২০টি প্রশিক্ষিত ঘোড়া ও ১০টি কুকুর উপহার হিসাবে তুলে দিল ভারতীয় সেনাবাহিনী। পেট্রাপোল-বেনাপোল সীমান্তে একটি অনুষ্ঠানে এগুলি তুলে দেওয়া হল।
  • করোনা পর্বে মাত্র সাড়ে সাত মাসে ৭ হাজার অঙ্ক বৃদ্ধি পেয়েছে শেয়র সূচক সেনসেক্স, যা অভূতপূর্ব। ২০১৪ সালের ৫ জুন ২৫ হাজারের অঙ্ক স্পর্শ করেছিল সেনসেক্স যা ৪১ হাজারে উঠতে সাড়ে পাঁচ বছর সময় লেগেছিল।
খেলা
  • ২০২০ সালের আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স। দুবাইয়ে ফাইনালে তারা ৫ উইকেটে পরাস্ত করল দিল্লি ক্যাপিটাসকে। এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন হল তার।২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে খেতাব জেতে মুম্বই। এবার সর্বোচ্চ রান (৬৭০) করলেন কে এল রাহুল। সব থেকে বেশি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা (৩০টি)। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হলেন মুম্বইয়ের ট্রেন্ট বোল্ট। প্রতিযোগিতায় সর্বোচ্চ ওভার বাউন্ডারি মেরেছেন (৩০টি) ঈশান বিশাল।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল