এসএসসি আয়োজিত দিল্লি পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষার আন্সার-কী, ভুল থাকলে ধরে দেবার সুযোগ

854
0
Sub-Inspector result
LLB graduates Lokesh Kumar and Jitender Singh who passed out from the Delhi Police Training School to become Driver Constables. Photo by K. Asif.

দিল্লি পুলিশে কনস্টেবল (এগজিঃ) নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত ২০২০ সালের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা গত ২৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর দেশের বিভিন্ন কেন্দ্রে হয়েছিল, তার আন্সার-কী আপলোড করা হয়েছে, সঙ্গে পরীক্ষার্থীদের উত্তরপত্রও। পরীক্ষার্থীরা নিজেদের ইউজার আইডি (রোল নম্বর) ও পাসওয়ার্ড (অ্যাডমিশন সার্টিফিকেট অনুযায়ী) দিয়ে ঢুকে তা দেখে নিতে পারেন এবং কোনো উত্তরে ভুল আছে মনে করলে তা সংশ্লিষ্ট লিঙ্কে জানাতে পারেন। ঢুকতে পারেন নিচের ওয়েবপেজে দেওয়া লিঙ্ক থেকে নির্দেশ মতো ধাপে-ধাপে এগিয়ে বা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে: https://ssc.nic.in/ChallengeSystem/ChallengeHomescreen
আগামী ৭ জানুয়ারি সন্ধে ৬টা পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে, প্রতি ভুল নির্দেশের জন্য ১০০ টাকা করে অনলাইনে জমা দিতে হবে। সেই সংশোধনের একটা প্রিন্ট-আউটও নিয়ে নেবেন, কারণ ৭ জানুয়ারি সন্ধে ৬টার পর এসব আর দেখা যাবে না। কমিশনের ৩১ ডিসেম্বরের এই বিজ্ঞপ্তি (File. No. 20/1/2020 -C-1/1) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/tentative_answer_key_Delhi_Police_Constable_2020_31122020.pdf