বার্নপুরে স্টিল অথরিটিতে ৫০ প্যারামেডিক্যাল ট্রেনি নিয়োগ

1312
0
Jalpaiguri Govt Jobs 2024

স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের ইস্কো স্টিল প্ল্যান্টের বার্নপুর হাসপাতাল ৫০ জন ইন্টার্ন প্যারমেডিক্স নিয়োগ করা হবে ১৮ মাসের চুক্তিতে। বিজ্ঞপ্তি নম্বর: IPS/Rect./Med/2020/2.

শূন্যপদ: অপারেশন থিয়েটার টেকনিশিয়ান (সিএসএসডি অ্যান্ড মেনিফোল্ড টেকনিশিয়ান সহ): ৭, ড্রেসার: ৩, এক্স-রে টেকনিশিয়ান: ৪, ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান সহ: ১২, ইসিজি টেকনিশিয়ান (ওএইচএসসি): ৩, ডায়াললিসিস টেকনিশিয়ান: ২, ফার্মাসিস্ট: ৬, পালমোনারি ফাংশান টেস্ট টেকনিশিয়ান: ১, অপটোমেট্রিস্ট: ২, ফেলবোটোমিস্ট: ২, ভ্যাকসিনেটার: ১, ডেন্টাল হাইজেনিস্ট: ১, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট/ ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট: ১, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট: ৫।

যোগ্যতা: অপারেশন থিয়েটার টেকনিশিয়ান (সিএসএসডি অ্যান্ড মেনিফোল্ড টেকনিশিয়ান): বিএসসি মেডিক্যাল টেকনোলজি (অপারেশন থিয়েটার)/ অপারেশন থিয়েটার টেকনিকে ডিপ্লোমা।

ড্রেসার: ম্যাট্রিকুলেশন সঙ্গে মেডিক্যাল ড্রেসিংয়ে সার্টিফিকেট কোর্স।

এক্স-রে টেকনিশিয়ান: সায়েন্সে ইন্টারমিডিয়েট সঙ্গে রেডিওগ্রাফিতে অন্তত দু বছরের ডিপ্লোমা।

ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান সহ: সায়েন্সে ১০+২ সঙ্গে বিএসসি/ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা।

ইসিজি টেকনিশিয়ান: সায়েন্সে ইন্টারমিডিয়েট সঙ্গে ইসিজি টেকনিশিয়ান কোর্স।

ডায়ালিসিস টেকনিশিয়ান: বিএসসি সঙ্গে ডায়ালিসিস টেকনিশিয়ান কোর্সে দু বছরের ডিপ্লোমা, সঙ্গে এখ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ফার্মাসিস্ট: ফার্মাসিতে ডিগ্রি অথবা সায়েন্সে ইন্টারমিডিয়েট সঙ্গে ফার্মাসিতে দু বছরের ডিপ্লোমা। কাজ চালানোর মতো মাইক্রোসফট অফিসের জ্ঞান থাকতে হবে।

পালমোনারি ফাংশান টেস্ট টেকনিশিয়ান: ফিজিওলজিতে বিএসসি সঙ্গে পিএফটিতে অন্তত ৬ বছরের অভিজ্ঞতা।

অপটোমেট্রিস্ট: অপটোমেট্রিতে বিএসসি অথবা অপটোমেট্রিতে ডিপ্লোমা।

ফেলবোটোমিস্ট: বিএসসি/ মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা, সঙ্গে অন্তত ৬ মাসের অভিজ্ঞতা।

ভ্যাকসিনেটর: অগজিলিয়ারি নার্স মিডওয়াইফারি সঙ্গে বৈধ নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।

ডেন্টাল হাইজিনিস্ট: ডেন্টাল হাইজিনে ডিপ্লোমা।

ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট/ ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট: ডেন্টাল অ্যাসিস্ট্যান্সে সার্টিফিকেট কোর্স।

ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট: ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ডিগ্রি বা ডিপ্লোমা অথবা জেএ্রনএ/ বিএসসি (নার্সিং) এবং বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে আইসিইউতে এক বছরের কাজের অভিজ্ঞতা।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে থাকতে হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে।

https://www.sailcareers.com/media/uploads/personal_data_form.pdf লিঙ্ক থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র সহ যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে GM (Hosp. Admn & Coordn), Burnpur Hospital, SAIL-IISCO Steel Plant, PO Burnpur, PIN 713325, Dist Paschim Bardhaman, West Bengal ঠিকানায়। পৌঁছতে হবে আগামী ১৮ জানুয়ারির মধ্যে।

https://www.sailcareers.com/media/uploads/Required_Qualifications_and_Experience.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল