কারেন্ট অ্যাফেয়ার্স ১২ জানুয়ারি ২০২১

813
0

আন্তর্জাতিক

  • মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রচারক হিসাবে ব্যবহৃত ৭০ হাজার অ্যাকাউন্ট মুছে দিলেন টু্ইটার কর্তৃপক্ষ। এদিকে ট্রাম্পের বাণিজ্যিক সংস্থা `দ্য ট্রাম্প অর্গানাইজেশন’-এর সঙ্গেও সম্পর্ক ছিন্ন করল ডয়েশে ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক। বস্তুত, গত ৬ জানুয়ারির ক্যাপিটাল হিল হাঙ্গামা এবং সেদিন ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্যের জেরে দৃশ্যতই কোণঠাসা মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রপতি।
  • বিশ্বে করোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৯,১৬,২১,১১৪। প্রাণহানি হয়েছে ১৯,৬০,৭৭৬ জনের। করোনায় সংক্রমিত হলেন পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো। ব্রিটিনের মতো সেখানেও শুরু হয়েছে লকডাউট। উদ্বেগ বাড়িয়েছে করোনার অতিসংক্রামক নতুন স্ট্রেন।

 

জাতীয়

  • দিল্লি সীমান্তে ৪৮ দিন ধরে চলা কৃষক অবস্থান-এর পরিপ্রেক্ষিতে নতুন তিন কৃষি আইনের ওপর সরকারকে স্থগিতাদেশের পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোরদের নেতৃত্বাধীন বেঞ্চ কৃষক সংগঠন ও কেন্দ্রীয় সরকারের বক্তব্য শুনে ২ মাসের মধ্যে সুপারিশ জানানোর জন্য ৪ সদস্যের কমিটি গড়ে দিল। সেখানে রয়েছেন দুই অর্থনীতিবিদ অশোক গুলাটি, প্রমোদ কুমার যোশী এবং দুই কৃষক নেতা ভূপেন্দ্র সিং মান ও অনিল ধনওয়াত। তবে আন্দোলনরত কৃষকদের অভিযোগ, কমিটির চারজন সদস্যই কৃষি আইনের ঘোষিত সমর্থক।
  • টিকাকরণের জন্য রাজ্যে-রাজ্যে ৫৪.৭২ লক্ষ ডোজ প্রতিষেধক পাঠাল কেন্দ্রীয় সরকার। কোভিশিল্ড এল কলকাতাতেও। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১২,৫৮৪ জন যা ১৮ জুনের পরিস্থিতির সঙ্গে তুলনীয়।

 

বিবিধ

  • গত ডিসেম্বর মাসে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার হয়েছে ৪.৫৯ শতাংশ। গত ১৫ মাসে তা সবথেকে কম। তবে নভেম্বর মাসে শিল্পোৎপাদন আগের বছরের একই সময়ের থেকে ১.৯ শতাংশ সরাসরি হ্রাস পেয়েছে।
  • শেয়ার সূচক সেনসেক্স ও নিফটি উভয়েই নতুন উচ্চতায় উঠে রেকর্ড করল। বিএসইতে নথিভুক্ত সংস্থাগুলির মোট শেয়ারমূল্যও ১৯৭.৪৬ লক্ষ কোটি টাকায় ছুঁয়ে নতুন রেকর্ড গড়ল।

 

খেলা

  • সৈয়দ মুস্তাক আলি ট্রফির দ্বিতীয় ম্যাচে ঝাড়খণ্ডকে ১৬ রানে হারাল বাংলা। ৬৪ বলে অপরাজিত শতরান করলেন বাংলার বিবেক সিং। অন্য ম্যাচে পাঞ্জাব ৯ উইকেটে হারাল কর্নাটককে। হ্যাটট্রিক করলেন পাঞ্জাবের সিদ্ধার্থ কল।
  • আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেড-বেঙ্গালুরু এফসি ম্যাচ ড্র হল।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল