প্রাইমারি টেট প্র্যাক্টিস সেট: ম্যাথমেটিক্স

2787
0
UGC NET June 2024 Registration

আগামী ৩১ জানুয়ারি অফলাইনে প্রাথমিক টেট ২০১৭ (Primary TET) পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। মোট ১৫০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হবে। ১) শিশু মনস্তত্ত্ব ও শিক্ষানীতি, ২) প্রথম ভাষা, ৩) দ্বিতীয় ভাষা (ইংলিশ), ৪) সায়েন্স/ সোশ্যাল স্টাডিজ, ৫) পরিবেশ বিদ্যা। পরীক্ষা হবে মোট দেড় ঘণ্টার।  জীবিকা দিশারীতে পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু নমুনা প্রশ্ন-উত্তর (Primary TET Practise SET) দেওয়া হল।

প্রশ্নপত্রটি তৈরি করেছেন দেবদত্তা বিশ্বাস মিশ্র

শিক্ষিকা, জলপাইগুড়ি

প্র্যাক্টিস সেট দেখতে ক্লিক করুন: