কারেন্ট অ্যাফেয়ার্স ২ ফেব্রুয়ারি ২০২১

1195
0
Courtesy: DNA India

আন্তর্জাতিক
  • ইয়াঙ্গনের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ, তার ফটকে প্রহরায় রয়েছে সেনাবাহিনী। অনেক জায়গায় বন্ধ ইন্টারনেট। পথে সেনার টহল।  সামরিক অভ্যুত্থানে এখন এটাই মায়ানমারের চেহারা। আং সাং সুকি সহ প্রধান রাজনৈতিক নেতারা বন্দি। গত নভেম্বরের নির্বাচনে ৮০ শতাংশ ভোট পেয়েছে এনএলডি। ১ ফেব্রুয়ারিই ছিল নবগঠিত সংসদের প্রথম অধিবেশন। সেদিনই অভ্যুত্থান ঘটে। এই ঘটনা নিয়ে জরুরি বৈঠক ডাকল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ।
  • মায়ানমারের ওপর ফের নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে চিন একে সামরিক অভ্যুত্থান বলে মানেনি। চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের দাবি, এটা `মন্ত্রিসভায় রদবদল’। মায়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চেয়েছে ব্রিটেন। মায়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে বিবৃতি দিয়েছে ভারত। প্রসঙ্গত, মায়ানমারের সেনাপ্রধান জেনারেল মিং অং হাইং গত ৫ বছরে দুবার ভারত ভ্রমণ করেছেন। ভারতের সঙ্গে তাদের স্থলসীমান্ত ১৬০০ কিমিরও বেশি।
  • রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে সাড়ে ৩ বছর কারাদণ্ড দিল রাশিয়ার একটি আদালত। অন্য একটি মামলায় প্যারোলের বিধি ভাঙার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
জাতীয়
  • ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)-এর কলকাতা সার্কল থেকে উত্তরবঙ্গের জেলা পুলিশকে বাদ দিয়ে এই জেলাগুলির জন্য রায়গঞ্জে নতুন একটি সার্কল খোলার সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় সরকার।
  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছেন ৮,৬৩৫ জন। গত ৮ মাসে এই সংখ্যা সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণে প্রাণহানি হয়েছে ৯৪ জনের। যা গত সাড়ে আট মাসে সর্বনিম্ন। দেশে এখন সক্রিয় রোগী ১,৬৩,৩৫৩ জন। টিকা দেওয়া হয়েছে ৩৯.৫০ লক্ষ মানুষকে। দেশে কোভিডের বিরুদ্ধে লড়তে গিয়ে গত এক বছরে ১৬ জন চিকিৎসক, ১০৭ জন নার্স, ৪৪ জন আশা কর্মীর মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে।

 

বিবিধ
  • নাসার কার্যনির্বাহী প্রধান পদে (অ্যক্টিং চিফ অব স্টাফ) নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা ভব্য লাল। নিউক্লিয়ার ইঞ্জিনিয়া্রিংয়ের ছাত্রী ভব্যার ৫০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক জার্নালে। তাঁকে নিয়োগ করা হয়েছে হোয়াইট হাউস থেকে।
  • সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে তার আগের বছরের তুলনায় রপ্তানি ৫.৩৭ শতাংশ ও আমদানি ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য ঘাটতি হয়েছে ১৪৭৫ কোটি ডলার।
খেলা
  • সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন অশোক দিন্দা। বাংলার এই পেস বোলার ১১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৪২০টি উইকেট নিয়েছেন। দেশের হয়ে তিনি ১৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ১২টি উইকেট পেয়েছেন। তাঁর ক্রিকেট জীবন ২১ বছরের।
  • দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করল অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেল নিউজিল্যান্ড। ফাইনালের অপর দল হওয়ার জন্য এখন লড়াই ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে।
  • আইএসএলে ৮ ম্যাচ পর জয়লাভ করল বেঙ্গালুরু এফসি। এদিন তারা ২-০ গোলে হারাল এসসি ইস্টবেঙ্গলকে।

 

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন