টাঁকশালে নাসিকে ১৪ অ্যাপ্রেন্টিস

1226
0
India press

গভর্নমেন্ট অব ইন্ডিয়া প্রেস নাসিকে (India Press) বুক বাইন্ডার, অফসেট মেশিন মাইন্ডার ও পিএএএসএ ট্রেডে ১৪ জন অ্যাপ্রেন্টিস ট্রেনি নিয়োগ করবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

শূন্যপদ: বুক বাইন্ডার: ১২ (অসংরক্ষিত ৯, তপশিলি জাতি ১, ওবিসি ২)।

অফসেট মেশিন মাইন্ডার: ১ (অসংরক্ষিত)।

পিএএএসএ: ১ (অসংরক্ষিত)।

যোগ্যতা: বুক বাইন্ডার: অষ্টম শ্রেণি পাশ। অফসেট মেশিন মাইন্ডার (কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন): দশম শ্রেণি পাশ। পিএএএসএ: আইটিআই পাশ।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: বুক বাইন্ডার ট্রেডে ট্রেনিংয়ের সময়সীমা ২ বছর, অফসেট মেশিন মাইন্ডারে ৩ বছর ও পিএএএসএ-র এক বছর। সবকটি ট্রেডের ক্ষেত্রেই প্রথম বছরে ৭৭৩৯ টাকা, প্রযোজ্য ক্ষেত্রে দ্বিতীয় বছরে ৯৩২৫ ও তৃতীয় বছরে ১১৩৮২ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.org পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে ১১ ফেব্রুয়ারির মধ্যে (India Press)।

https://dop.nic.in/sites/default/files/Ad.%20on%20Wab.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্লিক করুন

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল