২০২১ নির্বাচন : আপনার জেলা (মালদা) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

2799
0
Malda, Malda District

কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের ১৭তম বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। একজন নাগরিক হিসাবে ভোটাধিকার প্রদান করার গুরুত্ব​ই আলাদা, গণতান্ত্রিক উৎসবে অংশগ্রহণ করার জন্যে মুখিয়ে থাকেন সাধারণ মানুষ। ভোটাধিকার প্রয়োগের পূর্বে অবশ্যই জেনে রাখা উচিত নিজের কেন্দ্র, নিজের জেলা সম্পর্কে সাধারণ কিছু তথ্য।

আজকের জেলা: মালদা

১) ঐতিহাসিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ জেলা মালদা (Malda)। প্রাচীন গৌড়পাড়া বা গৌড় এবং পাণ্ডুয়া বাংলার রাজধানী হিসাবে খ্যাত ছিল। পাল সাম্রাজ্য, সেন সাম্রাজ্যের পর মুঘলদের হাতে এসে পড়ে এই অঞ্চল। এরপর এলাকার নাম পরিবর্তন করা হয় মালদহ (মাল শব্দের অর্থ অর্থ, দহ মানে হ্রদ)। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার সময় মালদার বিস্তীর্ণ অংশ অনিশ্চয়তার মধ্যে ছিল এই স্থান কোন দেশের অন্তর্ভুক্ত হবে। ১৭ অগস্ট রেডক্লিফের সীমানা ভাগের পর নবাবগঞ্জ বাদ দিয়ে বাকি অংশটি স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয়।

২) এই জেলায় দুটো লোকসভা কেন্দ্র (মালদহ উত্তর, মালদহ দক্ষিণ), ১২টি বিধানসভা কেন্দ্র রয়েছে।

৩) জেলার মোট জনসংখ্যা ৩৯ লক্ষ ৮৮ হাজার (২০১১ জনগণনা অনুসারে), জনঘনত্ব ১০৬৯ (প্রতি বর্গকিমি)।

৪) মালদায় দুটি সাব ডিভিশন, ২টি মিউনিসিপ্যালিটি, ১১টি থানা, ১৪৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।

৫) মালদা জেলার জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

৬) জেলায় ৪৭.৯৯% হিন্দু ধর্মাবলম্বী, ৫১.২৭% ইসলাম ধর্মাবলম্বী, ০.৫৪% অন্যান্য ধর্মাবলম্বী মানুষ রয়েছেন। এই জেলার সাক্ষরতা হার ৬২.৭১%।

৭) দাখিল দরওয়াজা,  ফিরোজ মিনার, জহুরা কালী বাড়ি এই জেলার অন্যতম দ্রষ্টব্য স্থান।

৮) কৃষিকাজ, পাট চাষ, তুঁতে সিল্ক উৎপাদন এগুলো তো রয়েছেই, তবে মালদা জেলার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ তথা ব্যবসায়িক সম্পদ হল আম। মালদা জেলার আম উৎপাদনের খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে।

বীরভূম জেলা পরিচিতি

পশ্চিম মেদিনীপুর জেলা পরিচিতি

হুগলী জেলা পরিচিতি

পূর্ব মেদিনীপুর জেলা পরিচিতি

হাওড়া জেলা পরিচিতি

উত্তর ২৪ পরগনা জেলা পরিচিতি

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিচিতি

Malda, Malda District