কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ এপ্রিল ২০২১

722
0
Courtesy: The Indian Express

আন্তর্জাতিক
  • ইরাকের একটি কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮২ জনের মৃত্যু হল৷ বাগদাদে ইবন আল খাতিব হাসপাতালের আইসিইউ-তে আগুন লাগে৷ এই ঘটনায় সামনে এসেছে সেখানে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার দিকটি৷ কর্তব্যে গাফিলতির দায়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা অল খাধিমি৷
  • বালি উপকূলের কাছে সমুদ্রের ৮৫০ মিটার গভীরে খুঁজে পাওয়া গেল ইন্দোনেশিয়া নৌবাহিনীর যুদ্ধজাহাজ “নাঙ্গানা ৪০২”-এর৷ সিঙ্গাপুরের বিশেষ ক্ষমতা সম্পন্ন উদ্ধারকারী জাহাজ “এমভিসুইফ্ট রেসকিউ”-এর মাধ্যমে তার সন্ধান মিলল৷ ৪৪ বছরের পুরনো ডুবোজাহাজটি তিন খণ্ডে ভেঙে পড়েছে৷ ৫৩ জন নাবিকের মৃত্যু সংবাদও নিশ্চিত করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী৷

 

জাতীয়
  • গত কয়েকদিনে অক্সিজেনের অভাবে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে৷ এদিন কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিল দেশের ৫৫১টি জেলায় পিএমকেয়ার্স তহবিলের টাকায় অক্সিজেন প্ল্যান্ট বসান হবে৷ সেখান থেকে দেড়-দুমাসের মধ্যে উৎপাদন সম্ভব হবে৷ গত নভেম্বর মাসেই এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকরা৷ তখন ২৬২টি অক্সিজেন প্ল্যান্ট গড়ার সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়েছে ৩৩টি৷ এদিনও দেশে ২,৭৬৭ জনের প্রাণহানি হল করোনা ভাইরাসে৷ সংক্রমিত হলেন ৩,৪৯,৬৯১ জন৷ পশ্চিমবঙ্গে রেকর্ড ১৫,৮৮৯ জন সংক্রমিত হলেন৷ দেশে টিকাকরণের ১০০তম দিন ছিল এদিন৷ গত ৯৯ দিনে ১৪ কোটি ডোজ দেওয়া হয়েছে৷ অন্যদিকে অক্সিজেনের সঙ্কট মেটাতে গাজিয়াবাদের একটি গুরুদ্বার অক্সিজেন লঙ্গর চালু করল৷ গাড়ি, ভ্যান, রিক্সা বা চেয়ারে বসে অক্সিজেন গ্রহণ করছেন পীড়িত মানুষ৷
  • দাবানলের গ্রাসে পড়ল মিজোরামের লুংলে শহরকে৷ সংলগ্ন অরণ্যগুলিও জ্বলছে দাবানলে৷

 

বিবিধ
  • শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত রাজন মিশ্র (৭০) প্রয়াত হলেন৷ দেশ-বিদেশে রাজন-সাজন জুটি ছিলেন তাঁরা দুই ভাই৷ ১৯৫১ সালে বারাণসীতে জন্ম হয়েছিল তাঁর৷ দুই ভাই তালিম নিয়েছিলেন বাবা হনুমানপ্রসাদ মিশ্র, ঠাকুরদার ভাই বড়ে রামদাসজি মিশ্র ও কাকা সারেঙ্গিবাদক গোলাপ প্রসাদ মিশ্রের কাছে৷ পণ্ডিত রাজন মিশ্রের কন্যা অঞ্জু এবং দুই পুত্র রীতেশ ও রাজনীশও সঙ্গীতশিল্পী৷ পণ্ডিত রাজন মিশ্র পদ্মভূষণ, সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার ও গান্ধর্ব জাতীয় পুরস্কার পেয়েছিলেন৷ তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন৷ শেষ সময়ে দিল্লির হাসপাতালে ভেন্টিলেটরের অভাবে তাঁর মৃত্যু হয়৷
  • সুপ্রিম কোর্টের বিচারপতি তথা কেরালা হাইকোর্টেরর প্রাক্তন প্রধান বিচারপতি মোহন এম শান্তনাগৌড়া (৬২) প্রয়াত হলেন৷ ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর৷

 

খেলা
  • লিগ কাপে চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি৷ এদিন ফাইনালে তারা ১-০ গোলে জয়ী হল টটেনহ্যামের বিরুদ্ধে৷ এই নিয়ে পরপর ৪ বার এই ট্রফি জিতল তারা৷ ওয়েম্বলিতে ১৩ মাস পর পরীক্ষামূলকভাবে ৮ হাজার দর্শকের উপস্থিতিতে ম্যাচ খেলা হল৷
  • বার্সেলোনা ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল৷ তিনি ফাইনালে হারালেন স্টেফানোস চিচিপাসকে৷ নাদাল এই নিয়ে ১২ বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন৷ ক্লে কোর্টে এটি তাঁর ৬১তম খেতাব৷ টেনিস কেরিয়ারে ৮৭ নম্বর খেতাব৷
  • গুয়েতেমালায় তিরন্দাজি বিশ্বকাপে মেয়েদের দলগত রিকার্ভে সোনা জিতল ভারত৷ এই নিয়ে চতুর্থবার সোনা জিতল ভারত৷ এর আগে ২০১১ সালে সাংহাইতে, ২০১৩ সালে মেদেলিনে এবং ২০১৪ সালে রোকল বিশ্বকাপে সোনা জিতেছিল ভারত৷ ফাইনালে দীপিকা, কমলিকা ও অঙ্কিতারা ২৭-২৬ পয়েন্টে পরাস্ত করলেন মেক্সিকোর প্রতিযোগীদের৷