কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ এপ্রিল ২০২১

444
0
current affairs
courtesy: India Tv

আন্তর্জাতিক
  • এভারেস্ট অভিযানে গিয়ে করোনা ভাইরাসে সংক্রমিত হলেন নরওয়ে থেকে আসা অভিযাত্রী এরল্যান্স নেস৷ পাহাড়ের ঢাল থেকে তাঁকে হেলিকপ্টারে চাপিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তঁর দলের এক শেরপারও সংক্রমণ ধরা পড়েছে৷ প্রসঙ্গত, এ মরসুমে এখনও পর্যন্ত ৩৭৭ জনকে এভারেস্ট অভিযানের অনুমতি দিয়েছে নেপাল৷ এরই মধ্যে বিশ্বে করোনা সংক্রমণে ৩০ লক্ষ ৮৮ হাজার ৩৫৯ জনের প্রাণহানি হয়েছে৷ সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ২০ লক্ষ৷ উদ্বেগ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম, ব্রিটেন, ইজরায়েল, সিঙ্গাপুরে ধরা পড়েছে অতি সংক্রামক বি ১.৬১৭ স্ট্রেন৷ এটি ভারতীয় স্ট্রেন নামে চিহ্নিত৷ এদিকে করোনা সংক্রমণ অন্তত ৩টি প্রদেশে বেড়ে যাওয়ায় জরুরি সতর্কতা জারি করল জাপান৷ অলিম্পিক প্রতিযোগিতার ৩ মাস আগে সংক্রমণ বৃদ্ধির হার দেখে চিন্তিত আয়োজকরা৷
 
জাতীয়
  • মহারাষ্ট্রের বিরারে বিজয় বল্লভ হাসপাতালের আইসিইউ কক্ষে অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১৪ জন করোনা রোগীর৷ অন্যদিকে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ২৫ জন করোনা রোগীর মৃত্যুর পছনে অক্সিজেনের অভাব রয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ বস্তুত দেশের বিভিন্ন স্থানেই অক্সিজেনের আকাল দেখা দিয়েছে৷ ভারতে দৈনিক ৭০০০ মেট্রিক টন অক্সিজেন উৎপাদিত হয়৷ বর্তমানে দৈনিক ৬০০০ টন অক্সিজেন প্রয়োজন হচ্ছে৷ পরিস্থিতি সামলাতে বিদেশ থেকে রপ্তানি এবং জার্মানি থেকে চলমান অক্সিজেন প্ল্যান্ট আনা এবং সামরিক বাহিনীর বিমানে অক্সিজেন ট্যাঙ্কার পরিবহণের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ আশঙ্কা আরও বাড়িয়ে এদিন ৩৩২৭৩০ জন সংক্রমিত হলেন৷ ২২৬৩ জনের প্রাণহানি হল৷ করোনা আক্রান্তের সংখ্যা বেশি এমন ১১ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এদিন ভিডিও বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই ঘরোয়া বৈঠকের ছবি ফাঁস করার অভিযোগ উঠল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিকে৷ এদিকে মৃদু উপসর্গযুক্ত রোগীর জন্য ক্যাডিলার ভিরাফিন ওষুধটিকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হল৷
  • প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিলেন বিচারপতি শরদ অরবিন্দ বোরদে৷

 

বিবিধ
  • অবিশ্বাস্য কীর্তি স্থাপন করল মঙ্গল গ্রহে নাসা প্রেরিত মহাকাশযান পার্সিভিয়ারেন্স৷ এই যানে মক্সি বলে ছোটো একটি যন্ত্র পাঠিয়েছিল নাসা৷ এদিন সেটি মঙ্গল গ্রহের বাতাস থেকে ৫.২ গ্রাম অক্সিজেন তৈরি করতে সমর্থ হল৷ এর সাহায্যে কোনও মহাকাশচারী ১০ মিনিট শ্বাসকার্য চালাতে পারবেন মঙ্গলগ্রহে৷ প্রসঙ্গত, ভবিষ্যতে মঙ্গলগ্রহেই মহাকাশচারীদের জন্য অক্সিজেন নির্মাণের লক্ষ্য থেকে এই পদক্ষেপ নিয়েছে নাসা৷
  • সুরকার শ্রবণ রাঠোর (৬৬) প্রয়াত হলেন৷ মুম্বইয়ের জনপ্রিয় নাদিম-শ্রবণ জুটির একজন ছিলেন তিনি৷ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন তিনি৷ “আশিকি”, “সাজন”, “সড়ক”, “পরদেশ”, “দিওয়ানা” প্রভৃতি বহু হিন্দি ছবির সঙ্গীতে সুর দিয়েছিল ওই জুটি৷ কুম্ভ মেলায় গিয়েছিলেন, তারপরই তিনি করোনায় সংক্রমিত হন বলে জানা গেছে৷

 

খেলা
  • লা লিগায় বার্সেলোনা ৫-২ গোলে জয়ী হল কেটাফের বিরুদ্ধে৷ জোড়া গোল করলেন লিওনেল মেসি৷ চলতি লা লিগায় ২৫টি গোল হল তাঁর৷ এই নিয়ে একটানা ১২টি মরসুমে অন্তত ২৫টিগোল করলেন তিনি৷
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের পার্সিপোলিস ৪-০ গোলে পরাস্ত করল এফসি গোয়াকে৷ প্রথম পর্বের ম্যাচে ১-২ গোলে হেরেছিল গোয়া৷
  • প্রাক্তন ফুটবার প্রণব গঙ্গোপাধ্যায় (৭৫) প্রয়াত হলেন৷ কলকাতায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি৷ জাতীয় দলের হয়ে মারডেকা ট্রফিতে খেলেছেন তিনি৷ বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের সদস্যও ছিলেন৷ ৮ মরসুমে একটানা খেলেছিলেন মোহনবাগানে৷ ১৯৬৯ সালের আইএফএ শিল্ড ফাইনালে গোল করে তিনি চ্যাম্পিয়ন করেছিলেন মোহনবাগানকে৷