সেনা হাসপাতালে ৩৭ চিকিৎসক নিয়োগ

1615
0
Indian Army Dental recruitment

ইন্ডিয়ান আর্মি ডেন্টাল কোর-এ ৩৭ জন দাঁতের ডাক্তার নিয়োগ করা হবে (Indian Army Dental recruitment)৷

নিচের যোগ্যতার যে-কোনো পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন৷

বয়স: ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে বয়স হতে হবে ৪৫ বছরের কম৷

যোগ্যতা: ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে বিডিএস/ এমডিএস

(বিডিএস যোগ্যতার ক্ষেত্রে অন্তিম বছরের পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে) এবং এক বছরের কম্পালসারি রোটেটারি ইন্টার্নশিপ৷

স্টেট ডেন্টাল কাউন্সিল/ ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া থেকে পার্মানেন্ট ডেন্টাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউ, মেডিক্যাল টেস্ট ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

আবেদনের পদ্ধতি: www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে অননলাইন আবেদন করতে হবে৷ সরাসরি https://joinindianarmy.nic.in/dental/eligibility লিঙ্কে গিয়েও অনলাইন আবেদন করা যাবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২৫ মে পর্যন্ত৷

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10601_3_2122b.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে (Indian Army Dental recruitment)৷

দিল্লি সাবর্ডিনেটে শিক্ষক, ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগের খবর দেখতে ক্লিক করুন