কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ মে ২০২১

595
0
current affairs
Courtesy: The Financial Express

আন্তর্জাতিক
  • গাজায় ইজরায়েল সাম্প্রতিক কালের মধ্যে সবথেকে বেশি হামলা চালাল৷ ১৬০টি বোমারু বিমান ৮০ টন ওজনের ৪৫০টি বোমা ফেলল গাজায়৷ সব মিলিয়ে গাজায় গত কয়েকদিনে ১২৬ জন নিহত হয়েছেন৷ প্যালেস্তাইনি জঙ্গিগোষ্ঠী হামাসের ছোড়া ২ হাজার রকেটের অধিকাংশই নিস্ক্রিয় করতে পেরেছে ইজরায়েল৷ এইসব হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে৷ অন্যদিকে গাজায় এদিন ইজরায়েলের বোমায় দুটি সংবাদ সংস্থার দপ্তরও গুঁড়িয়ে যায়৷
  • মঙ্গল গ্রহের ইউটোপিয়া প্ল্যাটিনিয়া অঞ্চলে সফলভাবে অবতরণ করল চিনের পাঠানো মহাকাশযান “চুরং”৷ এই রোভারটির ওজন ২৪০ কেজি৷ ৬ চাকার সাহায্যে এবং সৌর শক্তির বলে চলাচল করে তা প্রাণের অনুসন্ধান করবে৷ চিনের পুরানে বর্ণিত আগুনের দেবীর নামে এই রোভারের নাম রাখা হয়েছে৷ গত ২৩ জুলাই “চুরং”-কে নিয়ে পৃথিবী থেকে রওনা দিয়েছিল মহাকাশযান তিয়ানওয়েন-১৷ অরবিটার, ল্যান্ডার ও রোভার― এই যানের তিনটি পর্বই নিখুঁতভাবে কাজ করেছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় কোনো দেশ এই সাফল্য পেল৷

 

জাতীয়
  • ভারতে পয়লা আগস্টের মধ্যে করোনায় ১০ লক্ষ জনের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন৷ এদিন দেশে ৩,২৬,০৯৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন ও ৩,৫৩,২৯৯ জন সুস্থ হয়ে উঠলেন৷ ভারতে প্রতি লক্ষের প্রাণহানি ১৯ জনের৷৷ বেলজিয়াম, ইতালি, ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রে তা যথাক্রমে ২১৪, ২০৪, ১৯১ ও ১৭৭ জন৷ এদিকে দেশজুড়ে করোনা চিকিৎসায় স্বাস্থ্য পরিষেবার অবস্থা একইরকম হতাশজনক রয়েছে৷ উত্তরপ্রদেশে গঙ্গার ১,১৪০ কিমি যাত্রাপথে নদীর তীরে ২ হাজারের বেশি মৃতদেহ কবর দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে৷ গঙ্গায় প্রতিদিনই মৃতদেহ ভেসে যাওয়ার ছবি দেখা যাচ্ছে৷ এদিকে সংক্রমণ বাড়তে থাকায় পশ্চিমবঙ্গে ১৫ দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করা হল যা কার্যত লকডাইনেরই সমান৷ পশ্চিমবঙ্গে এদিন ১৪৪ জনের প্রাণহানি হয়েছে করোনায়৷ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও স্থগিত রাখার কথা জানানো হল৷
  • অসমে সংঘর্ষ বিরতি ঘোষণা করল আলফা জঙ্গি গোষ্ঠী৷ ১৬ বছর পর তারা সংঘর্ষবিরতি ঘোষণা করল৷ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে আলফার জন্য শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা৷

বিবিধ
  • পূর্ব―মধ্য আরব সাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে৷ এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে ১৮ মে গুজরাটে পোরবন্দর ও নালিয়ার মাঝামাঝি স্থানে আছড়ে পড়তে পারে বলে সতর্ক করল আবহওয়া দপ্তর৷ এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে “টাউটে”৷ মায়ানমার আবহাওয়া দপ্তর এই নাম দিয়েছে৷ এই শব্দটির অর্থ তক্ষক৷

 

খেলা
  • এফএ কাপ চ্যাম্পিয়ন হল লেস্টার সিটি৷ এই প্রথম তারা এই ট্রফি জিতল৷ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ইউরি টেলিম্যানসের একমাত্র গোলে তারা পরাস্ত করল চেলসিকে৷
  • বুন্ডেশলিগায় আগেই চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ৷ এদিন নিয়মরক্ষার ম্যাচে তারা ড্র করল (২-২) এফসি ফ্রেইবার্গের সঙ্গে৷ এদিন বায়ার্নের হয়ে একটি গোল করার পর চলতি মরসুমে লেয়নডস্কির ৪০টি গোল হয়ে গেল৷ তিনি স্পর্শ করলেন গার্ড মুলারের ৪৯ বছরের পুরনো রেকর্ড৷ বুন্ডেশলিগায় দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লেয়নডস্কি (২৭৬), প্রথম মুলার (৩৬৫)৷

১৪ মে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন