কারেন্ট আফেয়ার্স ১৯ জুলাই ২০২১

960
0
daily current affairs

আন্তর্জাতিক
  • বহু প্রতীক্ষিত ‘ ফ্রিডম ডে’ পালন করল ব্রিটেন। করোনা পরিস্থিতিতে বছরভর চলা লকডাউন থেকে এদিন আনুষ্ঠানিকভাবে মুক্তি ঘোষণা করল তারা। এই মুহূর্তে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের শিকার ব্রিটেন। এক সপ্তাহে পাঁচ লক্ষ মানুষকে নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছে ব্রিটেন।
  • পাকিস্তানের বুকে খোদ আফগান রাষ্ট্রদূতের অপহরণ নিয়ে ইসলামাবাদ থেকে নিজেদের দূত ফিরিয়ে নিল আফগানিস্তান।  সেই ঘটনায় দোষীদের শাস্তি দেওয়া তার প্রধান কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। অন্যদিকে পাক অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রসিদ বললেন, ‘আফগান দূতের মেয়েকে অপহরণের কোনো ঘটনাই ঘটেনি।’
জাতীয়
  • দেশে করোনা সংক্রমণে একদিনে  ৪৯৯ জনের প্রাণহানি হল। ১০৪ দিন পর পুনরায় দেশে করোনায় দৈনিক প্রাণহানি ৫০০ এর নিচে নামল। এই দিন নতুন করে ৩৮১৬৪ জন সংক্রমিত হয়েছেন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সমীক্ষা থেকে জানা গিয়েছে করোনা প্রতিষেধক নেওয়ার পরও যারা সংক্রমিত হয়েছেন তাদের মধ্যে ০.৪ শতাংশ ব্যক্তির প্রাণহানি হয়েছে।
  • বাঁকুড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ সহ ৮ জনকে গ্রেফতার করল পুলিশ।
বিবিধ
  • সংসদে একাধিক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে গত অর্থবর্ষে পেট্রোল ও ডিজেলের শুল্ক খাতে কেন্দ্রীয় সরকার ৩.৩৫ লক্ষ কোটি টাকা আয় করেছে। ২০১৯-২০ অর্থবর্ষে তা ছিল ১.৭৮ লক্ষ কোটি টাকা। বৃদ্ধির হার ৮৮ শতাংশ। ২০১৯ সালের জুলাই মাসে পেট্রোল ও ডিজেলের কেন্দ্রীয় উৎপাদন শুল্ক ছিল যথাক্রমে ১৯.৪৮ এবং ১৫.৮৩ টাকা। এখন তারা যথাক্রমে ৩২.৯০ এবং ৩১.৮০ টাকা।
খেলা
  • ২০২২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচের মেয়াদ বৃদ্ধি করা হল।
  • টোকিও অলিম্পিক্সের হোমস ভিলেজে আরও ২ জন ক্রীড়াবিদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল।