আন্তর্জাতিক
- রসায়ন শাস্ত্রে এবার নোবেল পুরস্কার পাচ্ছেন ২ জন বিজ্ঞানী। তাঁরা বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ম্যাকমিলান। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর কোহলেলসর শুং-এর অধিকর্তা হলেন অধ্যাপক লিস্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাকমিলান প্রকৃতির কাছ থেকে ওষুধ তৈরির পথ দেখিয়েই ১ কোটি সুইডিশ ক্রোনার অর্থমূল্যের পুরস্কার পাচ্ছেন তারা।
- পাক গুপ্তচর সংস্থায় বড় রদবদল করলেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ। আইএসআই প্রধান পদ থেকে ফৈজ হামিদকে সরিয়ে পেশোয়ায় কোচের দায়িত্বে পাঠানো হয়েছে। আফগানিস্তানে নতুন সরকর গঠনের সময় তিনি কাবুলে গিয়ে প্রভাব খটিয়ে ছিলেন বলে অভিযোগ। লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ অঞ্চুম নতুন আইএসআই প্রধান হলেন।
জাতীয়
- উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ৪ জন কৃষককে গাড়ির চাকায় পিষে হত্যা করার অভিযোগ উঠলেও এখনও এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ। লখিমপুরের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করল সুপ্রিম কোর্ট। যে গাড়ি নিয়ে এই কাণ্ড ঘটানো হয়েছে সেটি নিজের ছিল বলে মেনে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। তবে তিনি তাঁর পদত্যাগের দাবি উড়িয়ে দিয়েছেন। অভিযোগ উঠেছে, ঘাতক গাড়িটি চালাচ্ছিলেন মন্ত্রীর পুত্র। তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
- `সাহস ও ক্ষমতা থাকলে আমার সঙ্গে বিতর্কে বসুন।’ জঙ্গিদের উদ্দেশে এই মন্তব্য করলেন জঙ্গিদের গুলিতে নিহত শ্রীনগরের ওষুধ ব্যবসায়ী মাখনলাল বিন্দ্রুর কন্যা শ্রদ্ধা বিন্দ্রু।
বিবিধ
- মার্কিন যুক্তরাষ্ট্রেল শ্রেষ্ঠ ৪০০ জন বিত্তবান ব্যক্তির একজন ছিলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ২৫ বছর ধরে এই তালিকায় ছিল তাঁর নাম। সম্পত্তি কমে যাওয়ায় এই শিরোপা হারালেন তিনি। ফোবর্সের ৪০০ জন বিত্তবান মার্কিন তালিকায় তাঁর নাম নেই।
- শিশুদের ম্যালেরিয়া ভ্যাকসিনের অনুমোদন দিল `হু’।
খেলা
- প্রথম ভারতীয় মহিলা হিসেবে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন অংশু মালিক।
- আন্তর্জাতিক হকি ফেডারেশন প্রদত্ত পুরুষ ও মহিলাদের বর্ষশ্রেষ্ঠ খেলোয়াডের পুরস্কার পেলেন হরমনপ্রীত সিং ও গুরজিত কউর।