১৫০১ নন-এগজিকিউটিভ কর্মী নিয়োগ ম্যাজাগন ডকে

2339
0
Mazagon dock apprentice 2022

ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড (এমডিএল)-এ ১৫০১ জন নন-এগজিকিউটিভ কর্মী নিয়োগ করা হবে দু বছরের চুক্তিতে।

বিজ্ঞপ্তি নম্বর: MDL/HR-REC-NE/94/2022. নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

যোগ্যতা: এসি রেফ্রিজারেটর মেকানিক: এসএসসি (সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট) বা সমতুল পাশ সঙ্গে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ।

কম্প্রেশার অ্যাটেন্ড্যান্ট: এসএসসি পাশ এবং মিলরাইট মেকানিক/ মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্সে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট ও এমডিএল/ শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে কম্প্রেশার অ্যাটেন্ড্যান্ট হিসেবে অন্তত এক বছর কাজ করে থাকতে হবে।

ব্রাশ ফিনিশার: এমডিএল/ শিপবিল্ডার্স ইন্ডাস্ট্রিতে ব্রাশ ফিনিশার হিসেবে কাজ করে থাকতে হবে এবং যে-কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

কার্পেন্টার: অষ্টম শ্রেণি পাশ সঙ্গে কার্পেন্টার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

চিপার গ্রাইন্ডার: এসএসসি/সমতুল সহ যে-কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট

এবং শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে চিপার গ্রাইন্ডার হিসেবে অন্তত এক বছর কাজ করে থাকতে হবে।

কম্পোজিট ওয়েল্ডার: অষ্টম শ্রেণি পাশ সঙ্গে ওয়েল্ডার/ ওয়েল্ডার (জিঅ্যান্ডই) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

ডিজেল ক্রেন অপারেটর: এসএসসি বা সমতুল পাশ সহ ডিজেল মেকানিক ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট

এবং ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ও এমডিএল/ শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ডিজেল ক্রেন অপারেটর হিসেবে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা।

ডিজেল কাম মোটর মেকানিক: এসএসসি/সমতুল পাশ এবং ডিজেল মেকানিক/ মোটর ভিকল মেকানিক ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

ইলেক্ট্রিক ক্রেন অপারেটর: এসএসসি পাশ সঙ্গে ইলেক্ট্রিশিয়ান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট ও এমডিএল/

শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ইলেক্ট্রিক ক্রেন অপারেটর হিসেবে এক বছরের অভিজ্ঞতা।

ইলেক্ট্রনিক মেকানিক: এসএসসি পাশ বা সমতুল সঙ্গে ইলেক্ট্রনিক মেকানিক ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

ফিটার: এসএসসি পাশ বা সমতুল সঙ্গে ফিটার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। এমডিএল/ শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ফিটার হিসেবে এক বছর কাজ করে থাকলে যে-কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন।

ফায়ার ফাইটার: এসএসসি বা সমতুল সঙ্গে ফায়ার ফাইটিংয়ে ডিপ্লোমা/ সার্টিফিকেট (অন্তত ৬ মাস সময়সীমার)। বৈধ হেভি ডিউটি ভিকল লাইসেন্স থাকতে হবে।

জুনিয়র প্ল্যানার এস্টিমেটর (মেকানিক্যাল): এসএসসি/ এইচএসসি পাশ সঙ্গে মেকানিক্যাল/ মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা বা পূর্ণ সময়ের ডিগ্রি।

জুনিয়র প্ল্যানার এস্টিমেটর (ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স): এসএসসি/ এইচএসসি পাশ সঙ্গে ইলেক্ট্রিক্যাল (ইলেক্ট্রিক্যাল/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনসট্রুমেন্টেশন)/ ইলেক্ট্রনিক্স (ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ অ্যালায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন)

অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা বা পূর্ণ সময়ের ডিগ্রি।

জুনিয়র প্ল্যানার এস্টিমেটর (সিভিল): এসএসসি/ এইচএসসি পাশ সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা বা পূর্ণ সময়ের ডিগ্রি।

জুনিয়র কিউসি ইনস্পেক্টর (মেকানিক্যাল): এসএসসি পাশ সঙ্গে মেকানিক্যাল/ মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল অ্যান্ড

প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের তিন বছরের ডিপ্লোমা।

জুনিয়র কিউসি ইনস্পেক্টর (ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স): এসএসসি/ এইচএসসি পাশ সঙ্গে ইলেক্ট্রিক্যাল/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন

অথবা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের তিন বছরের ডিপ্লোমা।

জুনিয়র কিউসি ইনস্পেক্টর (এনডিটি মেকানিক্যাল): এসএসসি সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের তিন বছরের ডিপ্লোমা।

এছাড়া রেডিওগ্রাফি ইন্টারপ্রিটেশন, আল্ট্রাসোনিক টেস্টিং, ম্যাগনেটিক পার্টিকল টেস্টিং ও ডাই পেনিট্রেট টেস্টিংয়ে আইএসএনটি/ এএসএনটি লেভেল টু সার্টিফিকেট।
গ্যাস কাটার: এসএসসি বা সমতুল পাশ সঙ্গে স্ট্রাকচারাল ফিটার/ ফ্যাব্রিকেটর/ কম্পোজিট ওয়েল্ডার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

মেশিনিস্ট: এসএসসি বা সমতুল পাশ সঙ্গে মেশিনিস্ট ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।
মিলরাইট মেকানিক: এসএসসি বা সমতুল সঙ্গে মিলরাইট মেকানিক/ মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্সে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

পেইন্টার: অষ্টম শ্রেণি পাশ সঙ্গে পেইন্টার/ মেরিন পেইন্টার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।
পাইপ ফিটার: এসএসসি পাশ সঙ্গে পাইপ ফিটার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

সেইল মেকার: অষ্টম শ্রেণি পাশ সঙ্গে কাটিং অ্যান্ড টেলরিং/ কাটিং অ্যান্ড সিউইং ট্রেডে আইটিআই।
স্ট্রাকচারাল ফ্যাব্রিকেশন: এসএসসি বা সমতুল পাশ সঙ্গে স্ট্রাকচারাল ফিটার/ ফ্যাব্রিকেশনে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট।

স্টোর কিপার: এসএসসি/ এইচএসসি পাশ সঙ্গে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং— এগুলির কোনোটায় পূর্ণ সময়ের তিন বছরের ইঞ্জিনিয়ারিংয় ডিপ্লোমা।

ইউটিলিটি হ্যান্ড (স্কিল্ড): ফিটার বা অন্য যে-কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট এবং শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ইউটিলিটি হ্যান্ড হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা ও গ্যাস/ ওয়েল্ডিং প্ল্যান্ট/ অক্সি অ্যাস্টেলিন ইকুইপমেন্টে অভিজ্ঞতা।

ইউটিলিটি হ্যান্ড (সেমি স্কিল্ড): এসএসসি সঙ্গে যে-কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট ও শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিতে ইউটিলিটি হ্যান্ডে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৮ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ট্রেড টেস্ট, নথিপত্র যাচাই ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/ ভিম ইত্যাদির মাধ্যমে ফি দেওয়া যাবে।

ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: https://mazagondock.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে (mazagon dock)।