কারেন্ট অ্যাফেয়ার্স ৮ ফেব্রুয়ারি ২০২২

464
0
daily current affairs
Courtesy: Amar Ujala

আন্তর্জাতিক
  • অস্ট্রেলিয়ার সংসদ ভবনে কর্মরত মহিলাদের অনেকেই যৌন হেনস্থার শিকার। ২০২১ সালে প্রথম এ বিষয়ে মুখ খুলেছিলেন ব্রিটনি হিগিন্স। তারপর থেকে অনেকেই সরব হয়েছেন। সেই সব ঘটনার জন্যই সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও বিরোধী দলনেতা এন্টনি অ্যালবানিজ।
  • ২০২১ সালে কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণে ১৮৫ জনের প্রাণহানি হয়েছিল। তাদের মধ্যে ছিলেন ১৩ জন মার্কিন সেনা। এই ঘটনায় প্রধান অভিযুক্ত আইএএস খোরাসানের সন্ত্রাসবাদী নেতা সানাউল্লাহ গফরির সন্ধানে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্রের রেওয়ার্ডস অফ জাস্টিস বিভাগ।
জাতীয়
  • প্রতি বছর দেশে ১৫০ জন আইপিএস অফিসার নিয়োগ করা হত। সেই সংখ্যা বাড়িয়ে ২০০ করার সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
  • কর্ণাটকের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিল সেখানকার রাজ্য সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরে আসার বৈধতা নিয়ে কর্ণাটক হাইকোর্টে মামলা চলছে। হিজাবের পক্ষে-বিপক্ষে বিতর্কে যুক্ত হয়েছে একাধিক গোষ্ঠীর মন্তব্যও।
  • ২০০৮ সালে আমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণে ৫৬ জনের প্রাণহানির ঘটনায় ৪৯ জনকে দোষী সাব্যস্ত করল আদালত।
খেলা
  • আইএসএলে হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল এটিকে মোহনবাগান।
বিবিধ
  • প্রয়াত হলেন অভিনেতা প্রবীণ কুমার সবতি (৭৪)। বিএসএফের  প্রাক্তন জওয়ান সবতি দুটি এশিয়ান গেমস (১৯৬১,১৯৭০) থেকে হ্যামার ও ডিসকাস থ্রো বিভাগে সোনাসহ চারটি পদক জিতে ছিলেন। ১৯৬৮ ও ১৯৭২ সালে অলিম্পিক গেমসে প্রতিনিধিত্ব করেছিলেন ভারতীয় ক্রীড়া দলের। বি আর চোপড়া পরিচালিত টেলিভিশন’ ধারাবাহিক ‘মহাভারতে’ ভীমের চরিত্রে ও ‘চাচা চৌধুরী’ ধারাবাহিকে সাবু চরিত্রে তিনি অভিনয় করেছিলেন।
  • অস্কার এর চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেল সুস্মিত ঘোষ -রিন্টু টমাস পরিচালিত ‘ রাইটিং উইথ ফায়ার’।