কারেন্ট অ্যাফেয়ার্স ৯ ফেব্রুয়ারি ২০২২

370
0
daily current affairs
Courtesy: ESPNcricinfo

আন্তর্জাতিক
  • বাংলাদেশের মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার কৌড়িগ্রামে প্রয়াত হলেন শাহজাহান বিশ্বাস (৬৫)। তিনি সুপরিচিত ছিলেন বৃক্ষ মানুষ নামে। মানিকগঞ্জে ৬০ হাজারের বেশি গাছ লাগিয়েছেন তিনি। অন্যদেরও উৎসাহিত করতেন গাছ লাগাতে । করোনায় সংক্রমিত হয়েছিলেন তিনি।
  • কর্নাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বিতর্ক নিয়ে মুখ খুললেন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। তিনি বললেন, ‘মহিলারা কম পোশাক পরুন বা বেশি তাদের এখনো পণ্য বলে ভাবা হয়ে থাকে।’
জাতীয়
  • ২০১৮ সাল থেকে তিন বছরে ঋণের ফাঁদে দেউলিয়া হয়ে বা কর্মহীন হয়ে প্রতিদিন গড়ে ২৩ জন আত্মঘাতী হয়েছেন। সংসদে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো উদ্ধৃত করে এই তথ্য জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
  • কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বিতর্ক চলছেই। কর্ণাটক হাইকোর্টের এই বিষয়ে যে মামলা চলছিল তা পাঠানো হল বৃহত্তর বেঞ্চে। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ প্রদর্শন বন্ধ রাখতে বলেছে রাজ্য সরকার।
খেলা
  • ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠল চেলসি এবং পামেইরাস।
  • নিউজিল্যান্ড সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মহিলা ক্রিকেট দল ১৮ রানে পরাজিত হল।
বিবিধ
  • ব্রিট অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ শিল্পী শ্রেষ্ঠ অ্যালবাম ( থার্টি’) এবং শ্রেষ্ঠ গানের  (‘ইজি অন মি’) পুরস্কার জিতলেন অ্যাডেল।
  • হরিয়ানার নিজের বিয়েতে নতুন নজির গড়লেন প্রিয়া আগারওয়াল। ঘোড়ায় চড়ে মাথায় পাগড়ি পরে হাতে খোলা তরোয়াল নিয়ে তিনি গেলেন বিয়ে করতে । প্রথা ভেঙে তিনিই ‘বরাত’ নিয়ে গেলেন‌।
  • কোভিড রোগীদের জন্য দেশে প্রথম ন্যাজাল স্প্রে আনল গ্লেনমার্ক।