কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ ফেব্রুয়ারি, ২০২২

554
0
Current Affairs 28 February, 2022

আন্তর্জাতিক

বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম বৈঠক থেকে সমাধানের কোনো সূত্র মিলল না। তবে দুই দেশই পুনরায় আলোচনার টেবিলে যাওয়ার পথ খোলা রেখেছে। এদিকে যুদ্ধের পঞ্চম দিনেও কিয়েভ, খারাকিভসহ ইউক্রেনের বিভিন্ন অংশে ক্ষেপণাস্ত্র বর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়া। অন্যদিকে বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো সংসদে একটি সংবিধান সংশোধনী পেশ করলেন। তাতে বেলারুশের `নিরপেক্ষ’ ও `অপারমানবিক’’ অবস্থান প্রত্যাহারের পক্ষে সায় দিয়েছেন ৬৫.১৬ শতাংশ সাংসদ। ইউরোপীয় দেশগুলি তাদের আকাশপথ ৩৬টি দেশের জন্য বন্ধ করে দিল। রুশ হানায় কিয়েভের হসতোমেল বিমানবন্দরের হ্যাঙ্গারে থাকা বিশ্বের বৃহত্তম বিমান আন্তোনভ এ এন ২২৫ বিমানটি কার্যত ধ্বংস হয়ে গেছে। ১৯৮৮ সালে প্রস্তুত বিমানটির নাম ম্রিয়া, ইউক্রেনের ভাষায় যার অর্থ স্বপ্ন।

জাতীয়

রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে জরুরি অধিবেশন ডাকার প্রস্তাবে ভোটদানে বিরত থাকল ভারত, চিন ও সংযুক্ত আরব আমিরশাহী। ১১টি দেশ এই প্রস্তাব সমর্থন করল। ১৯৫০ সালে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হওয়ার পর এই নিয়ে ১১ বার জরুরি অধিবেশন বসছে। `অপারেশন গঙ্গা’ অভিযান ৬টি বিমানে ইউক্রেন থেকে ভারতীয় নাগরিক ও পড়ুয়ারা ফিরেছেন। এখনও বিপুল সংখ্যক ভারতীয় ছাত্র ঠান্ডার মধ্যে দেশে ফেরার অপেক্ষা করছে।

 খেলা

  •  আসন্ন কাতার বিশ্বকাপ ফুটবলে রাশিয়াকে নির্বাসিত করাল ফিফা।

  •  ১৯ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে আইএসএলে লিগ টেবলে সর্বশেষ স্থান পেয়ে প্রতিযোগিতা সমাপ্ত করল ইস্টবেঙ্গল। ১৯২৮ সালে কলকাতা লিগে তারা শেষবার সর্বনিম্ন স্থান পেয়েছিল।

 বিবিধ

  • চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর–ডিসেম্বর) দেশের জিডিপি বৃদ্ধির হার তার আগের ৩ মাসের থেকে কমে হল ৫.৪ শতাংশ। বর্তমান অর্থবর্ষে বৃদ্ধির পূর্বাভাস ৮.৯ শতাংশ হতে পারে তার পূর্বভাস দিল কেন্দ্রীয় সরকার।

  • সেবি-র চেয়ারপার্সন হচ্ছেন মাধবী পুরী বুচ। এই প্রথম কোনো মহিলা এই পদে বসলেন। 

 

Current Affairs 28 February, 2022